| ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রেস সচিব

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ ফেব্রুয়ারি ২০ ০০:৪৩:৫৫
আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রেস সচিব

আমিরাতের ভিসা চালু করতে না পারাকে বিগত সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমিরাতের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল, এ সম্পর্ক ভালো করতে কমপ্রিহেনসিভ আলোচনা শুরু করেছে সরকার।

আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, আমিরাতের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা বহু বছরের পুরনো সমস্যা।

প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমিরাতের মন্ত্রীদের বৈঠক হয়, তখন তিনি বারবার বিষয়টি উঠিয়েছেন এবং গুরুত্ব দিয়ে আলাপ করেছেন। যা সামনেও অব্যাহত থাকবে।



রে