| ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

রাজধানীর উত্তরায় থানায় হামলা

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২২:২০:৩৫
রাজধানীর উত্তরায় থানায় হামলা

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার সামনে এই হামলার ঘটনা ঘটে। এসময় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেবের ওপর হামলা চালানো হয়।

আটকের সূত্রপাত:

পুলিশ জানায়, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত একটি মিটিং চলাকালে আকাশ, রবিন, ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাদের উত্তরা পূর্ব থানায় হেফাজতে রাখা হয়।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া:

আটকের খবর ছড়িয়ে পড়লে সহপাঠী শিক্ষার্থীরা উত্তরা পূর্ব থানায় গিয়ে জানতে পারে, আটককৃতদের উত্তরা পশ্চিম থানার পুলিশ আটক করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয় এবং ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে হামলা চালায়। এছাড়াও থানার গেটে ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের অবস্থান:

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) বলেন, "আটক শিক্ষার্থীদের মুক্ত করতে গিয়েই এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরা আহত হয়েছেন।" পুলিশের একাধিক সূত্রও থানায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ:

ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে:

পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। তবে এই ঘটনায় উত্তরা থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী সময়ে এই হামলার ঘটনায় মামলা দায়ের করা হতে পারে বলে জানায় পুলিশ।

ফুটবল

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যাম্পিয়নের স্বাদ পেতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই ...

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)-কে আবারও নিষিদ্ধ করেছে। ২০১৭ সালের পর ...



রে