| ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

বিপিএলে ফিক্সিং ইস্যু ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন এনামুল হক বিজয়

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ ফেব্রুয়ারি ০১ ০৫:৩৩:৪৯
বিপিএলে ফিক্সিং ইস্যু ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন এনামুল হক বিজয়

বিপিএল ২০২৪-এর চলমান একাদশ আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। এতে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন ১০ জন ক্রিকেটার, যাদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়ের নামও রয়েছে। এই পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, এমনকি বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

এনামুল হক বিজয়ের জন্য এবারের বিপিএল সত্যিই কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। ফিক্সিং এবং নিষেধাজ্ঞা বিষয়ক বিতর্কের মধ্যে তাঁর নাম আসার পর, বিজয় এ নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন এবং তিনি বেশ হতাশা প্রকাশ করেন। বিজয় বলেন, "আসলে কি বলবো, আমি এটা (দেশত্যাগে নিষেধাজ্ঞা) জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু আর কি।"

বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, "বিসিবি তো এগুলো দেখছে, তারা আমাদের (ক্রিকেটের) অভিভাবক। এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে। হ্যাঁ, বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।"

এদিকে, ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফিক্সিং ইস্যুতে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে।"

ফারুক আহমেদ কঠিন শাস্তির হুমকি দিয়ে আরও জানান, "যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে, সেটা সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।"

এনামুল হক বিজয়ের মতো অন্যান্য খেলোয়াড়দের ভবিষ্যত এখন বিসিবির তদন্তের উপর নির্ভর করছে, এবং যদি প্রমাণ মেলে, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আসতে পারে।

ক্রিকেট

একনজরে দেখেনিন চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের চূড়ান্ত স্কোয়াড

একনজরে দেখেনিন চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের চূড়ান্ত স্কোয়াড

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আসন্ন, এবং অংশগ্রহণকারী দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে, ইনজুরির কারণে ...

টিভিতে আজকের সকল খেলার সময়

টিভিতে আজকের সকল খেলার সময়

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যান সিটি-নিউক্যাসল সন্ধ্যা ৬-৩০ মিনিট; স্টার স্পোর্টস সিলেক্ট ১ লেস্টার-আর্সেনাল রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ বুন্দেসলিগা বোখুম-ডর্টমুন্ড রাত ...



রে