| ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ নিয়ে যা বললেন আজহারি

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ২৮ ২৩:০১:২৭
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ নিয়ে যা বললেন আজহারি

পর্যায়ক্রমে দেশের সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন।

পোস্টে ড. আজহারি লিখেছেন, ‘পর্যায়ক্রমে সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ঘোষণা দেন যে দেশের সব ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ড. মিজানুর রহমান আজহারি। ধর্মীয় শিক্ষার উন্নয়ন ও প্রসারে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।



রে