ক্রিকেটারদের বিষয়টি ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস বিসিবির

দেখতে দেখতে প্রায় শেষদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে। গ্রুপ পর্বের আর অল্প কিছু খেলা বাকি। প্লে অফের চার দলের মধ্যে তিনটি প্রায় চূড়ান্ত। কিন্তু নিয়মানুযায়ী এখনও নির্ধারিত পারিশ্রমিক বুঝে পাননি কয়েকটি দলের ক্রিকেটাররা। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা তো বাকি ছিলই, এর সাথে নতুন যুক্ত হয়েছে চিটাগং কিংস থেকে পারভেজ হোসেন ইমনের এক টাকাও পারিশ্রমিক না পাওয়া। এসব নিয়ে আজ (শনিবার) সরাসরি প্রশ্ন করা হয়েছে ১৭তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু ও মাহবুব আনামকে।
মাঝপথ পেরিয়ে গেলেও ক্রিকেটারদের প্রতিশ্রুত পারিশ্রমিক কেন দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো? এসব নিয়ে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে? এই প্রশ্নের উত্তরে বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান, বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আলোচনা করবেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ের সুরাহার আল্টিমেটামও তারা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়েছেন।
মাহবুব আনাম বলেন, ‘এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার বা পদক্ষেপ নেওয়ার সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে বসে আলোচনা করে নিব। ফ্র্যাঞ্চাইজি চুক্তির মধ্যে যেসব দিকগুলো মেনে চলতে হবে, দল মালিকরা তারা যেন সেসব মেনে চলে তা নিশ্চিত করার জন্য যা করার দরকার বিসিবি সেটাই করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সে কার্যক্রমগুলো চলমান থাকবে।’
বিপিএলের প্রতি মৌসুমের মাঝখানে এমন ঘটনা বিসিবির জন্য বিব্রতকর বলছেন, মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তবে পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেটারদের মাঝে অসন্তোষও একদম চরমে। তবে তাদের আশ্বস্ত করে মিঠু বলেন, ‘আমরা সম্প্রতি দেখছি কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতোমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম-বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখব। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা এটা দেখব
- অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
- যাদের ওপর কোরবানি ওয়াজিব, জানুন ইসলামী বিধান অনুযায়ী
- নুসরাত-অপু-নিপুণ-জায়েদ—হত্যাচেষ্টা মামলায় যুক্ত ১৭ শোবিজ তারকা
- চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে
- সৌদি থেকে নিঃস্ব হয়ে ফিরেছেন শতাধিক প্রবাসী
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- ৮ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা
- এবার বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর
- সহজ শর্তে সর্বোচ্চ যত টাকা ঋণ পাওয়ার সুযোগ প্রবাসীদের
- মিরাজের ব্যাটে জ্বলছে টাইগাররা, লিড ১২৬
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- পাকিস্তানের এক সিদ্ধান্তেই চরম ক্ষতির মুখে ভারত
- বেড়েছে আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- ৯ দাবিতে কোরিয়ান ভিসাপ্রত্যাশীদের মানববন্ধন, বোয়েসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ