ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশিরা ইতিহাস তৈরি করল

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দারুণ এক ফিফটিতে বাংলাদেশ নারী দলের স্কোর থেমে যায় ১৮৪ রানেই। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে দুইশ প্রায় স্কোর গড়ে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ, ফলে এই স্কোরকে যথেষ্ট মনে হচ্ছিল না একটুও। কিন্তু বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন বাংলাদেশি মেয়েরা। মারুফা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুনদের সম্মিলিত দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল মাত্র ১২৪ রানে।
যাতে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় এটা। এই জয়টা আরেকটা কারণেও দামি। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। প্রথম ওয়ানডে হারা বাংলাদেশ আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সেই সম্ভবনা টিকিয়ে রাখল ভালোভাবেই।
বুধবার (২২ জানুয়ারি) সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচে ৬৮ রান করা বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে সেরা পারফর্ম করেছেন। বল হাতে ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। লেগ স্পিনার ফাহিমা খাতুন ১৭ রানে ও রাবেয়া খান ১৯ রানে ২টি করে উইকেট নেন।
১৮৫ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। কিয়ানা জোসেফকে শুরুতেই উইকেটের পেছনে ক্যাচ বানান মারুফা। দারুণ ফর্মে থাকা হেইলি ম্যাথিউসকে নবম ওভারে থামান নাহিদা। খানিক বাদে মারুফার আরেক শিকার, দান্দেন্দ্র ডটিনকে তুলে নেন তিনি।
শেমাইন ক্যাম্পবেল একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যেতে চেয়েছেন। কিন্তু তার প্রতিরোধ বেশিদূর এগুতে দেননি নাহিদা আক্তার। ২৮ রান করা শেমাইনকে সরাসরি বোল্ড করেছেন নাগিদা। বাকি সময়ে যাওয়া-আসার মধ্যেই ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা।
৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকট দল ১২৪ রানে গুটিয়ে গেলে অবিস্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ নারী দল।
এর আগে বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড নিগার সুলতানা জ্যোতি। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদেই পরেছিল বাংলাদেশ। সেখান থেকে সোবহানা মুশতারিকে নিয়ে হাল ধরেন জ্যোতি। চতুর্থ উইকেট জুটিতে দুজন ৫১ রান তুলে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন। সোবহানা ৩২ বলে ২৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে এগুতে থাকেন জ্যোতি।
স্বর্ণা ২৯ বলে ২১ রান করে ফিরেছেন। জ্যোতি অপরাজিত ছিলেন ৪৯তম ওভার পর্যন্ত। তাতে ৭ চারে ১২০ বলে করেছেন ৬৮ রান। ৪৮.৫ ওভারে ১৮৪ রানে বাংলাদেশ গুটিয়ে যায়। পরে ঐতিহাসিক জয় নিশ্চিত হয়েছে এই রানেই।
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফজলুর রহমানকে যে শাস্তি দিলো বিএনপি
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা
- শাহজালাল বিমানবন্দরে বড় ধরা! ১৩০ কোটি টাকার মাল আটক