| ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

বিপিএলে ক্রিকেটারদের যে বিষয়ে কিছুেই জানে না বিসিবি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জানুয়ারি ১৯ ০১:১৩:০৩
বিপিএলে ক্রিকেটারদের যে বিষয়ে কিছুেই জানে না বিসিবি

শুক্রবার জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি থেকে আনুষ্ঠানিক চুক্তিপত্রই পাননি কোনো ক্রিকেটার। যেটি মূলত দিয়ে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। অথচ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম নিজেই এ ব্যাপারে অবগত নন।

বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল বিসিবির। তবে আসরের মাঝপথে এসে তাদের নতুন পরিকল্পনা আর তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে! ক্রিকেটাররা চুক্তিপত্র না পাওয়ার ব্যাপারে ফাহিমের মতামত জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘না (অবগত নই)। সত্যি বলতে এটা সম্পর্কে আমি জানি না।’

স্বাভাবিকভাবেই তখন পাল্টা প্রশ্ন করা হয়, গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এটা তার জানা উচিত ছিল কি না? এমন প্রশ্নে ফাহিমের পাশে থাকা আরেক বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ। মিঠু বলেন, ‘যখন আমরা জেনেছি, আমরা কিন্তু ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্টসহ সম্পৃক্ত হয়ে রাজশাহীর বিষয়টা সমাধান করা হয়েছে।’

মিঠু জানিয়েছেন পারিশ্রমিক নিয়ে ক্রিকেটাররা অভিযোগ করলে ব্যবস্থা নেবে বিসিবি। তিনি বলেন, ‘সেটা ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে, যারা সমস্যায় আছে তাদের তো জানাতে হবে। আমি দলগুলোর কথা বলছি না। টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেটাররা যখন আসবে, আমরা এটি এড্রেস করব।’

একই প্রসঙ্গে ফাহিম বলেন, ‘যখন পারিশ্রমিক হবে না, আমাদের কানে কিন্তু আসবে। রাজশাহীর ক্ষেত্রে সেটা হয়েছে। আমাদের কানে এসেছে এবং সাথে সাথে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত অন্যদের ক্ষেত্রে এই সমস্যা যদি থেকে থাকে… (সমাধান করা হবে)।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে প্রত্যাশামতো সহযোগীতা পাচ্ছে না বিসিবি, এমনটাই জানালেন ফাহিম। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা তেমনই (সেরা বিপিএল আয়োজন) ছিল। আশা করেছিলাম, আমাদের এই যাত্রায় যারা যুক্ত হবেন, তারাও দায়িত্ব নেবেন। অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেটা দেখতে পাইনি। তবে আমরা চেষ্টা করব বাকি যে সময় আছে, সেখানে এই পারিশ্রমিক ইস্যু বা অন্য যে কোনো বিষয় যেন আরও ভালো থাকে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

নিজস্ব প্রতিবেদক : অবশেষে স্বস্তির দেখা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: চমৎকার জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আবারও নেপাল। চারজাতি অনূর্ধ্ব-১৭ ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button