বিপিএলে ক্রিকেটারদের যে বিষয়ে কিছুেই জানে না বিসিবি

শুক্রবার জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি থেকে আনুষ্ঠানিক চুক্তিপত্রই পাননি কোনো ক্রিকেটার। যেটি মূলত দিয়ে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। অথচ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম নিজেই এ ব্যাপারে অবগত নন।
বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল বিসিবির। তবে আসরের মাঝপথে এসে তাদের নতুন পরিকল্পনা আর তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে! ক্রিকেটাররা চুক্তিপত্র না পাওয়ার ব্যাপারে ফাহিমের মতামত জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘না (অবগত নই)। সত্যি বলতে এটা সম্পর্কে আমি জানি না।’
স্বাভাবিকভাবেই তখন পাল্টা প্রশ্ন করা হয়, গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এটা তার জানা উচিত ছিল কি না? এমন প্রশ্নে ফাহিমের পাশে থাকা আরেক বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ। মিঠু বলেন, ‘যখন আমরা জেনেছি, আমরা কিন্তু ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্টসহ সম্পৃক্ত হয়ে রাজশাহীর বিষয়টা সমাধান করা হয়েছে।’
মিঠু জানিয়েছেন পারিশ্রমিক নিয়ে ক্রিকেটাররা অভিযোগ করলে ব্যবস্থা নেবে বিসিবি। তিনি বলেন, ‘সেটা ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে, যারা সমস্যায় আছে তাদের তো জানাতে হবে। আমি দলগুলোর কথা বলছি না। টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেটাররা যখন আসবে, আমরা এটি এড্রেস করব।’
একই প্রসঙ্গে ফাহিম বলেন, ‘যখন পারিশ্রমিক হবে না, আমাদের কানে কিন্তু আসবে। রাজশাহীর ক্ষেত্রে সেটা হয়েছে। আমাদের কানে এসেছে এবং সাথে সাথে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত অন্যদের ক্ষেত্রে এই সমস্যা যদি থেকে থাকে… (সমাধান করা হবে)।’
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে প্রত্যাশামতো সহযোগীতা পাচ্ছে না বিসিবি, এমনটাই জানালেন ফাহিম। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা তেমনই (সেরা বিপিএল আয়োজন) ছিল। আশা করেছিলাম, আমাদের এই যাত্রায় যারা যুক্ত হবেন, তারাও দায়িত্ব নেবেন। অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেটা দেখতে পাইনি। তবে আমরা চেষ্টা করব বাকি যে সময় আছে, সেখানে এই পারিশ্রমিক ইস্যু বা অন্য যে কোনো বিষয় যেন আরও ভালো থাকে।’
- অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
- যাদের ওপর কোরবানি ওয়াজিব, জানুন ইসলামী বিধান অনুযায়ী
- নুসরাত-অপু-নিপুণ-জায়েদ—হত্যাচেষ্টা মামলায় যুক্ত ১৭ শোবিজ তারকা
- চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে
- সৌদি থেকে নিঃস্ব হয়ে ফিরেছেন শতাধিক প্রবাসী
- ৮ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা
- সহজ শর্তে সর্বোচ্চ যত টাকা ঋণ পাওয়ার সুযোগ প্রবাসীদের
- মিরাজের ব্যাটে জ্বলছে টাইগাররা, লিড ১২৬
- পাকিস্তানের এক সিদ্ধান্তেই চরম ক্ষতির মুখে ভারত
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- বেড়েছে আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- ৯ দাবিতে কোরিয়ান ভিসাপ্রত্যাশীদের মানববন্ধন, বোয়েসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা