| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

গুরুতর শাস্তি পেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জানুয়ারি ১৪ ১৪:১৪:১০
গুরুতর শাস্তি পেলেন সাকিব

মাঠের লড়াইয়ে বরাবরই আগ্রাসী তানজিম হাসান সাকিব। তার আগ্রাসন থেকে এতটুকুন ছাড় পান না প্রতিপক্ষের ব্যাটাররা। তবে কখনো কখনো এই আগ্রাসন বিপত্তিও ডেকে আনতে পারে। এই যেমন গতকাল বিপিএলের ম্যাচে পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবার শাস্তি পেতে হলো টাইগার এই পেসারকে। সেই সঙ্গে নিষেধাজ্ঞার খড়গও ঝুলছে!

বিপিএলের ১৭তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সিলেটের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছিল খুলনা। তানজিম সাকিবের করা আগের ওভারে একটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন মোহাম্মদ নাওয়াজ।

ফিরতি ওভারে স্লোয়ার বলে মোহাম্মদ নাওয়াজকে বাধ্য করলেন জাকির হাসানের কাছে সহজ একটা ক্যাচ পাঠাতে। ১৮ বলে ৩৩ রান করে ততক্ষণ পর্যন্ত খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। পাকিস্তানি অলরাউন্ডারকে আউট করে তাই একটু আগ্রাসনই দেখান সাকিব। সাজঘরের পথ তো দেখিয়েছিলেনই, একপর্যায়ে ধাক্কা দিয়ে বসেন কাঁধ দিয়ে।

মেজাজ হারান নাওয়াজও। দুজনকেই আগ্রাসী ভঙ্গিতে দেখা যায়। কথার উত্তাপ চলেছিল আরও কিছুটা সময়। একপর্যায়ে সিলেটের উইকেটরক্ষক জর্জ মানসি এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন। তবু থামেননি দুজন। শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নাওয়াজকে।

ম্যাচ শেষে ম্যাচ আম্পায়ারদের রিপোর্টের প্রেক্ষিতে রেফারি এহসানুল হক সিজান তানজিম সাকিবকে ম্যাচ ফির ৫০% জরিমানা করেন। সেই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টসও নামের পাশে যুক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিজান নিজেই। তানজিম শাস্তি পেলেও নাওয়াজ এ যাত্রায় পার গেছেন অবশ্য। তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি।

এদিকে, তিনটি ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হওয়ায় আগামী দিনগুলোতে আরও সতর্ক থাকতে তানজিম সাকিবকে। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাস সময়সীমার মধ্যে ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ!

কদিন আগেই বিপিএলে মেজাজ হারিয়েছিলেন তামিম ইকবাল। সে নিয়েও আলোচনা হয়েছিল বিস্তর। অ্যালেক্স হেলস এবং তামিম ইকবাল দুজনেই নিজেদের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে দিয়েছিলেন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদিও শেষ পর্যন্ত শাস্তি পেয়েছিলেন কেবল তামিমই।

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

এশিয়া কাপ : ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর

এশিয়া কাপ : ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে অবশেষে আনুষ্ঠানিক অবস্থান জানালো ভারত সরকার। যুব ও ক্রীড়া ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

পিএসজি বনাম অ্যাঞ্জার্স: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য লাইনআপ ও ম্যাচ প্রেডিকশন

পিএসজি বনাম অ্যাঞ্জার্স: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য লাইনআপ ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক: ফ্রেঞ্চ লিগ ওয়ানের আসরে জমজমাট এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই ...

Scroll to top

রে
Close button