অবিশ্বাস্য রেকর্ড : বাংলাদেশ-১০৭, ওয়েস্ট ইন্ডিজ-১০৮

২০২৪ সালের শেষ প্রান্তে এসে ক্রিকেটবিশ্বের হিসাব-নিকাশে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও পাকিস্তান আগেই নিজেদের লজ্জাজনক রেকর্ড নিশ্চিত করেছে, তবে বাংলাদেশের সামনে শঙ্কার মেঘ আর ওয়েস্ট ইন্ডিজও খুব একটা স্বস্তিতে নেই।
২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডে পাকিস্তান শীর্ষে। পুরো বছর জুড়ে তারা খেলেছে ২৭টি ম্যাচ, যার মধ্যে হেরেছে ১৬টিতে। মাত্র ৯টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে দলটি। বাকি দুই ম্যাচের একটি টাই হয়েছে এবং অপর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
পাকিস্তানের সঙ্গে তালিকার শীর্ষস্থান ভাগ করেছে উগান্ডা। তবে উগান্ডার পরিসংখ্যান কিছুটা ভালো, কারণ তারা ২৪ ম্যাচ খেলে ১৬টিতে হেরেছে এবং জিতেছে ৮টি ম্যাচ।
জিম্বাবুয়ে এ বছর ২৪ ম্যাচ খেলে ১৪টিতে পরাজিত হয়েছে, আর জিতেছে ১০টি ম্যাচ। হারের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, যারা ১০টি জয়ের বিপরীতে হেরেছে ১২টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ২৩টি ম্যাচ খেলে ১১টি হারের পাশাপাশি ১২টিতে জয় পেয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ ২৫ ম্যাচে ১০টি হার ও ১৪টি জয় নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
২০২৪ সালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ কিছুটা নিরাপদ থাকলেও টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডের কাছাকাছি অবস্থানে তারা। সিরিজ শুরুর আগে দুই দলের হারের সংখ্যা ছিল সমান ১০৭টি। তবে সিরিজের প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮টিতে।
এখন বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা সিরিজের শেষ দুটি ম্যাচ। যদি তারা দুটি ম্যাচেই হেরে যায়, তাহলে বছরের শেষ মুহূর্তে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ হারা দলের অপবাদ নিতে হবে টাইগারদের। প্রথম ম্যাচ জয়ের পর এমন লজ্জার রেকর্ড নিয়ে বছর শেষ করতে চাইবে না বাংলাদেশ।
বছরের শেষে পাকিস্তান নিজেদের লজ্জার রেকর্ডে শীর্ষস্থানে থাকলেও বাংলাদেশের সামনে রয়েছে নিজেদের বাঁচানোর সুযোগ। আর ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হবে তাদের হারকে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানো। আসন্ন ম্যাচগুলো তাই রেকর্ড বইয়ের পাশাপাশি দলগুলোর আত্মসম্মান বাঁচানোর লড়াই হিসেবেও বেশ তাৎপর্যপূর্ণ।
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফজলুর রহমানকে যে শাস্তি দিলো বিএনপি
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা
- শাহজালাল বিমানবন্দরে বড় ধরা! ১৩০ কোটি টাকার মাল আটক