দারুন সুখবর : আবারও কমছে জ্বালানি তেলের দাম

বাংলাদেশের জ্বালানি খাতে আরও এক সুখবর এসেছে। আগামী জানুয়ারি থেকে জুন মেয়াদে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসান।
### **তেলের দাম কমার সম্ভাবনা** বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাজার ভিত্তিক জ্বালানি মূল্য নির্ধারণ: সরকার পরিচালিত উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন’ শীর্ষক সেমিনারে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার ফলে আগামী আমদানির সময় এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া তেল বিক্রির কার্যক্রমে অটোমেশন চালুর মাধ্যমে খরচ আরও কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
চেয়ারম্যান আরও বলেন, দেশের স্টোরেজ ক্ষমতা সীমিত থাকায় অতিরিক্ত ডলারের কারণে ৫০০ কোটি টাকা বাড়তি ব্যয় হয়েছে। তবে বর্তমানে স্টোরেজ বাড়ানোর কাজ চলছে, যা খরচ কমানোর পাশাপাশি তেলের দামও কমাতে সহায়ক হবে।
### **সিপিডির সুপারিশ** সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বাড়ছে। ২০১৭ সালে ভর্তুকির পরিমাণ ছিল ৪ হাজার কোটি টাকা, যা ২০২৪ সালে এসে ৩২ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ২০২৫ সালে এই ভর্তুকি ৪০ হাজার কোটিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা রয়েছে।
### **গ্যাসের দাম বাড়ানো নিয়ে মতামত** ড. মোয়াজ্জেম আরও জানান, সব পর্যায়ের গ্রাহকদের জন্য মাত্র এক বছরের ব্যবধানে গ্যাসের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য। তিন বছরের ব্যবধানে অযৌক্তিক হারে দাম বাড়িয়ে আগের লোকসান সমন্বয় করা হচ্ছে, যা পুনর্বিবেচনা করা দরকার। বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে আন্তর্জাতিক চর্চার দিকটি মাথায় রাখা প্রয়োজন বলে তিনি মত দেন।
### **পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য** জ্বালানি খাতে স্বচ্ছতা আনার জন্য বিক্রয় কার্যক্রমে অটোমেশন, স্টোরেজ ক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে মূল্য নির্ধারণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সরকার। এসব উদ্যোগ সফল হলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানোর পাশাপাশি ভোক্তা পর্যায়ে দাম কমানো সম্ভব হবে।
দেশবাসীর জন্য এটি একটি স্বস্তিদায়ক খবর, যা আগামী দিনগুলোতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা