আগামিকাল ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে যা যা করতে হবে
ম্যাচ জিততে মরিয়া হয়ে গেছে ভারত! বাংলাদেশ ২৩৩ অলআউট হয়ে গেলো। ভারত ২৮৫ করেই ডিক্লেয়ার করে দিলো কারণ সময় লস করলো না তারা।
নতুন বল নিয়ে বাংলাদেশকে ১১ ওভার ব্যাটিং করিয়ে ২ টা উইকেট নিয়ে গেলো, সকালটা ময়সচার কাজে লাগিয়ে আরো ২ টা উইকেট নিতে চাইবে তাতে কোনো সন্দেহ নেই।
এর সর্বোচ্চ ভালো ক্রিকেট খেললে বাংলাদেশ বড় জোর ২৫০ বা ৩০০ রানের টার্গেট দিবে যা প্রায় অসম্ভব, আর ২৫০, ৬০ রান করতে ভারতের বেশি সময় লাগবে না।
কঠিন পরীক্ষা বাংলাদেশের সামনে আপাতত ২৬/২। পিছিয়ে আছে আরো ২৬ রানে। এদিকে বাংলাদেশকে জিততে হলে দিনের বেশির ভাগ সেশনে ভালো ব্যাট করতে হবে। ধৈর্য ধারণ করে ব্যাট করতে হবে। বিপরীতে বাংলাদেশের বোলারদের ভালো অ্যাকশনে বল করতে হবে।