৫০, ৫০, ৫০, উড়ন্ত সূচনা বাংলাদেশের, দেখেনিন লাস্ট রান স্কোর
মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে আম্পায়ার কট আউট দিয়েছিলেন মুমিনুল হককে। তাৎক্ষিণক রিভিউ নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্নিকো মিটারে দেখা যায় বল ব্যাটে লাগেনি, প্যাডে লেগে গেছে যশস্বী জয়সোয়ালের হাতে।
৪৮ রানে দাঁড়ানো মুমিনুল পরের বলেই চার মেরে পেয়ে যান ফিফটি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১৪৭/৪ ওভারঃ ৪৯ ( জাকির ০, সাদমান ২৪, মমিনুল ৬২*, শান্ত ৩১, মুশফিক ১১, লিটন ১২*)
বোলারঃ বুমরাহ--৯-১৯-০ সিরাজ--৭-২৭-০ আশ্বিন--৯-২২০১ আকাশ--১০-৩৪-২
বিস্তারিত সব খবর আমাদের এই পত্রিকায় দেয়া হয়। আশা করছি খেলার সব আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন।