শেষ হলো বাংলাদেশ-ভারত টেস্টের ১ম দিনের খেলা, দেখেনিন ফলাফল
৩২ ওভারে ১৬৩ রান—দিনের তৃতীয় ও শেষ সেশনে এই রান যোগ হয়েছে ভারতের। হারায়নি কোনো উইকেট।
শেষ সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রানে। অশ্বিন ১০২, জাদেজা ৮৬ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে ১৯৫ রান। যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটির সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ।
ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল বলছিলেন, স্পিনারদের কাছ থেকে উইকেট প্রয়োজন বাংলাদেশের। তখন বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। তামিমের মুখের কথা মুখে থাকতেই ৪৩তম ওভারে তৃতীয় বলে শর্ট লেগে রাহুলকে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন এই স্পিনার।
৫ বলের ব্যবধানে ২ উইকেট নিয়ে ভারতকে আবারও চাপে ফেলল বাংলাদেশ। ক্রিজে রবীন্দ্র জাদেজার সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন।
ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বললেন, উইকেটটি ‘ডিজার্ভ’ করেন নাহিদ রানা।
বেশ কয়েকবার জয়সোয়ালকে বিপদে ফেলেও আউট করতে পারেননি। ৪২তম ওভারে ভাগ্য সহায় হলো তাঁর। ১৪৮ কিলোমিটার গতির বলটি জয়সোয়ালের ব্যাটের কানা নিয়ে স্লিপে সাদমানের হাতে জমা পড়েছে। ১১৮ বলে ৫৬ রানে আউট হন জয়সোয়াল।
সকালের সেশনে ভারতের টপ অর্ডার হাসান মাহমুদের সামনে ভুগলেও ওপেনার যশস্বী জয়সোয়ালকে নড়বড়ে মনে হয়নি। টেস্টের ধ্রুপদী ব্যাটিংয়েই দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে এটি তাঁর পঞ্চম ফিফটি। ৯৫ বলে ফিফটি তুলে নিলেন তিনি।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গ্যালারির অবস্থা জানিয়েছেন সেখানে অবস্থান করা প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর।
সকালের সেশনে আউট করেছিলেন রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। এরপর দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে তুলে নিলেন ঋষভ পন্তকে। হাসান মাহমুদ ‘শো’ চলছেই!
২৬তম ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে আলসে কাট করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন পন্ত (৩৯)।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একাদশে তেমন কোন পরিবর্তন নিয়ে আসেনি বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১ম ইনিংসঃ ৩৩৯/৬ ওভারঃ ৮০ ওভার, ( রোহিত ৬, শুভমান গিল ০, বিরাট কোহলি ৬, রিশাব পন্থ ৩৯ জেশেওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬* আশ্বিন ১০২*)
বোলারঃ
হাসানঃ ৪ উইকেট
নাহিদ রানাঃ ১ টি
মিরাজনঃ ১ টি