| ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

পাকিস্তানে পেসারদের ভালো করার রহস্য ফাঁস করলেন মিনহাজুল আবেদিন নান্নু

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৯:৩৬:০৬
পাকিস্তানে পেসারদের ভালো করার রহস্য ফাঁস করলেন মিনহাজুল আবেদিন নান্নু

সবার মনে একটাই প্রশ্ন এত ভালো বোলিং তো বাংলাদেশের বোলাররা বাংলাদেশের মাটিতে করে নাই। তাহলে কোথায় থেকে এটা আসলো। সবাই বলছে যে নাহিদ, তাসকিন, হাসান মাহমুদরা এত সুন্দর বোলিং কি করে শিখলেন। এত গতি, সুইয়িং, কার ছোয়ায় এত কিছু শিখলেন। নাকি অ্যালান ডোনাল্ডের শেখানো টিপসের ফল।

২য় টেস্ট শেষ হবার আগেই সবার মনে একই প্রশ্ন জেগেছে। এ নিয়ে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাউকে কাউকে বলতে শুনি অ্যালান ডোনাল্ডের বুদ্ধি পরামর্শ আর টেকিনিকই ফাস্ট বোলারদের জ্বলে ওঠার প্রধান কারণ। আসলে তা নয়। ডোনাল্ড অবশ্যই ভাল কাজ করেছেন; কিন্তু তার টিপস কাজে লাগাতে একটা অনুকুল ক্ষেত্র দরকার ছিল। সে অনুকুল ক্ষেত্র তৈরির কাজ করেছি আমরা।

নান্নু বোঝানোর চেষ্টা করেন, আসলে গত ৩ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ঘাসের পিচে খেলাটা পেসারদের উন্নতিতে খুব কার্যকর ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘আমাদের ডমিস্টিক ফাস্ট ক্লাসের উইকেট গুলোয় গত ৩-৪ বছর ৬ থেকে ৮ মিলিমিটার ঘাসের উইকেটে খেলা হয়েছে। যেটা হয়ত অনেকেই জানেন না।’

‘এছাড়া ফাস্ট বোলাররা যাতে সারাদিন বোলিং-ফিল্ডিংয়ের পর দিনের শেষভাগে গিয়ে নতুন বলে বল করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে ৮০ ওভারে বল পরিবর্তন করার নিয়মটা বাধ্যতামূলক করা হয়েছে। যাতে করে ৮০ ওভারে পড়ন্ত বিকেলে একজন পেসার দ্বিতীয় নতুন বলে বল করতে পারে। সে অভ্যাসটা তৈরি হয়েছে যে, সারা দিনে ৮০ ওভার বোলিং করার পরও পেসারর বাধ্যতামূলকভাবে নতুন বলে বল করার অভ্যাস তৈরি করতে পারে। এ সব পরিবর্তন আনার ফসল এ ডেভোলপমেন্ট।’

এছাড়া তরুণ পেসার নাহিদ রানাকে সিস্টেমের মধ্যে এনে হাই পারফরমেন্স ইউনিটে চোখের সামনে রেখে রেখে তৈরি করা হয়েছে। একাডেমির মধ্যে নার্সিং করা হয়েছে। যে ট্যালেন্ট আছে, তার যথাযথ নার্সিংয়ের কারণেই পেসারদের ঘাটতি হয়নি। ১০ টা ফাস্ট বোলারকে লাল ও সাদা বলে প্র্যাকটিসে রাখা হয়েছে।’

‘লাল বলে সিলেট ও চট্টগ্রামে অনুশীলন হাই পারফরমেন্স ইউনিট ও টাইগার্স দলের প্র্যাকটিসটাও অনেক কাজে লেগেছে। সব মিলিয়ে একপটা লং টার্ম প্রসেস ছিল।’

ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান কোথায়

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান কোথায়

আন্তর্জাতিক বিরতির পর আবার শুরু হয়েছে ক্লাব ফুটবল। বর্তমানে সবাই ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত। আন্তর্জাতিক ...

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) তাসখন্দের হোমো অ্যারেনায় আফগানিস্তানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ ...



রে