| ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে কয়জন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ বললেন বোলিং কোচ মুশতাক

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ আগস্ট ১৬ ১৫:০৭:১৩
পাকিস্তানের বিপক্ষে কয়জন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ বললেন বোলিং কোচ মুশতাক

টেস্ট ক্রিকেটে জিততে হলে অন্যন্যা বোলারদের তুলনায় পেসারদেরই বড় ভূমিকা রাখতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা যেন আশায় গুড়েবালি। আগে থেকেই বাংলাদেশের পেসাররা দেশের বাইরে টেস্ট খেলতে গেলেই খুব একটা ভালো করতে পারেন না। সেই সময় আবার ঘরের মাঠেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটে খেলতে না পারার আক্ষেপের কথা শোনা যায়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা দারুণ উন্নতি করেছেন। পারফর্ম করছেন ধারাবাহিকভাবে।

পাকিস্তান সফরেও ভালো কিছু করতে হলে পেসারদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তিমত্তা তাদের পেস বোলিং। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদি-নাসিম শাহরা যেকোনো দলের জন্যই বড় ভূমিকা। তাদের সুবিধার কথা চিন্তা করে পাকিস্তানও পেস বোলিং বান্ধব উইকেটেই খেলবে সেটা নিশ্চিত।

পাকিস্তানের স্কোয়াডে আছেন একজন মাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ। ওদের স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার আছেন ৬ জন। ফলে বোঝাই যাচ্ছে তারা সেই পরিকল্পনাতে এগোচ্ছে। পাকিস্তানের স্কোয়াডে ৪ পেসার দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। অন্যদিকে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে বাংলাদেশ কয়জন পেসার নিয়ে মাঠে নামবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

কিন্তু বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ইঙ্গিত দিয়েছেন ৪ পেসার নিয়েই রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে টাইগাররা। তবে টেস্টে স্পিনাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অস্বীকার করছেন না এই পাকিস্তানি কোচ।

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো পেসার রয়েছে। অনুশীলনে আপনারা দেখবেন এখানে ভালো ৪-৫ জন পেসার রয়েছে। ফলে আমি মনে করি পেসাররা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো এখানে কিছুটা সময় লাগবে। তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আশা করছি, তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’

বাংলাদেশের ক্রিকেটে চার পেসার খেলানোর ঘটনা বেশ বিরলই বলা চলে। ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার তেমনটা হলে বাংলাদেশের ক্রিকেটে তৈরি হবে বিরল নজির। এক সঙ্গে খেলতে দেখা যেতে শরিফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। দলে আছেন আরেক পেসার তাসকিন আহমেদও। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন এক বছরের বেশি সময় আগে।

তাসকিন গত বছর বিপিএলের সময় নিজেকে কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কাঁধের চোটের সঙ্গে লড়ছেন এই পেসার। তিনি খেলবেন পাকিস্তান শাহীন্সের বিপক্ষেও। এরপর দ্বিতীয় টেস্টের দলের সঙ্গে যোগ দেবেন। তাসকিনকে যে প্রথম টেস্টে পাওয়া যাবে না সে কথা আগেই জানিয়েছেন নির্বাচকরা। ফলে প্রথম টেস্টে অভিজ্ঞ এই পেসারকে মিস করতেই পারে বাংলাদেশ।

ক্রিকেট

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যা ...

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট অভিষেকে নেমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে