অল্পের জন্য বেঁচে গেল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ; তোপের মুখে পড়ে গাড়ি ঘুড়িয়ে চলে গেলেন
কোটা আন্দোলনের জেরে ছাত্র-জনতার বিক্ষোভে মুখে পড়ে গত ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। শেষ হয় দীর্ঘ দেড় যুগের অবসান।
তারপর অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য ১৭ সদস্য কমিটি গঠন করে। যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ড. ইউনূসকে। ছাত্র-জনতা সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়।
তিনি নিজে কখনই প্রধান উপদেষ্টা হতে চান নি। তিনি বাংলাদেশে এসেও বার বার বলেছেন যে, আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাক বলেন আমি চলে যাব।
এদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়কের দুজন ছাত্রনেতা উপদেষ্টা সদস্য হয়েছেন। যাদের একজন হচ্ছেন নাহিদ ইসলাম যিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব নিয়েছেন।
আর ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে।
জানা গেছে গতকাল ১১ ই আগস্ট গাড়ি করে বেরিয়েছিলেন। সাথে ছিল প্রটোকল বাহিনির গাড়ি। ইতিমধ্যেই রাস্তায় দেখা হয় আনসার বাহিনির সাথে। আনসার বাহিনিরা তাদের নিজেদের দাবি দাওয়া পেশ করার জন্য মুলত উপদেষ্টার গাড়ির সামনে যায়।
তার পর একে একে সবাই তাদের দাবি তার সামনে জানায়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যে, ঠিক আছে আপনারা আমার কাছে লিখিত দেন আমি ব্যাপারটি দেখবো।
এই বলে তিনি গাড়ি ঘুরিয়ে চলে যান। তার গাড়ি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে ঘুড়িয়ে চলে যান। এ নিয়ে তৈরি হয়েছে বিশাল ক্ষোভ আনসার বাহিনির মধ্যে।
একেক জন একেক কথা বলছে, কেউ কেউ বলছে যে, যেই লোক এতদিন রাস্তায় ছিল সেই লোক তো আমাদের কথা শুনবে। তিনি কেন চলে গেলেন। তিনি ভয়ে চলে গেলেন। তিনি কি মুলত সাধারণ মানুষের জন্য এসব করেছেন নাকি নিজের জন্য করেছেন। সবার কাছে এটাই বড় প্রশ্ন।
তারপর সাথে থাকা প্রটোকল বাহিনির গাড়ি আনসার সদস্যরা আটক করে রেখে দেয়। চলে না গেলে তাকেও আকট করে রাখা হতো বলে জানান।
সবশেষে তারা বলে যে উপদেষ্টা স্যার ছাড়া তারা গাড়ি যেতে দিবে না।