ইউরো ফাইনাল জিতলে যত টাকার পুরস্কার পাবেন স্পেন ও ইংল্যান্ডের কোচ

প্রস্তুত জার্মানি, প্রস্তুত বার্লিন। মাঝখানে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে লড়বে স্পেন ও ইংল্যান্ড। দুই দলের কোচ তাদের কৌশল নিয়ে প্রস্তুত। মাঠে দুই দলের ২২ জন ফুটবলার থাকবেন। আর ডাগআউটের পাপেট মাস্টাররা হলেন দুই কোচ, গ্যারেথ সাউথগেট এবং লুইস দে লা ফুয়েন্তে।
ইউরো ফাইনাল দুই দলের জন্যই একটি মাইলফলক। এবারের টুর্নামেন্টের চতুর্থ শিরোপা জিতবে স্পেন। ইউরোর রেকর্ড চ্যাম্পিয়ন হবেন। অন্যদিকে ইংল্যান্ড জিতলে প্রথমবারের মতো ইউরো জয়ের স্বাদ পাবে তারা। চার বছর আগে তারা ফাইনালে গিয়েছিল। তবে নিজেদের মাটিতে ইতালিকে সেবা দেওয়ার স্বপ্ন চুরমার হয়ে যায় ইংল্যান্ডের।
বড় এই ম্যাচের জন্য প্রস্তুত দুই দেশের ফুটবল ফেডারেশন। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়া ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)ও পিছিয়ে নেই। হ্যারি কেনকে উৎসাহিত করতে স্পেনের জন্য বিশাল নগদ পুরস্কার ঘোষণা করেছে এফএ। চ্যাম্পিয়নশিপ জিতলে স্প্যানিশ ফুটবলারদের চেয়ে বেশি টাকা পাবেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হলে প্রত্যেক স্পেন ফুটবলার পাবে £366,646। বাংলাদেশের হিসাব অনুযায়ী ৪ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার টাকার বেশি। রদ্রি, আলভারো মোরাতার মতো দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে আলোচনা করে আর্থিক পুরস্কার চূড়ান্ত করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন আগে কখনো কোনো প্রতিযোগিতা জেতার জন্য ফুটবলারদের এত টাকা দেয়নি।
এছাড়া ইউরো কাপ চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসেবে ২.৮৫ মিলিয়ন ইউরো দেবে উয়েফা। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ৪৩৪ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৩৫১ টাকা। এই টাকার ৪০ শতাংশ দলের ৩১ জন সদস্যের মধ্যে বিতরণ করা হবে। ফুটবলার ছাড়াও কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।
অন্যদিকে, এফএ স্পেনকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হলে জাতীয় দলকে মোট ২৪ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি ঘোষণা করেছে। এটি বাংলাদেশের আর্থিক মূল্যে ৩৩৬ কোটি টাকারও বেশি। ইংল্যান্ডের প্রত্যেক ফুটবলার পাবেন £369,000। হ্যারি কেনের দলও পাবে উয়েফা পুরস্কারের একটি অংশ।
আর দল যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে ইংল্যান্ড কোচ সাউথগেট পাবেন ৪ মিলিয়ন পাউন্ড অর্থাৎ বোনাস হিসেবে ৬১ কোটি টাকার বেশি। যা দলকে চ্যাম্পিয়ন করার জন্য স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে যে পরিমাণ পান তার ১০ গুণেরও বেশি।
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- বিদ্যুৎ বিল বেশি আসছে কি না, নিজেই যাচাই করুন মাত্র ১ মিনিটে
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- ওমানে একটি ভুলে শেষ তিন প্রবাসীর জীবন! পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য
- জমির খাজনা না দিলে কত বছর পর জমি খাস হয়ে যাবে
- বিদেশে ১০০ নয়, ৫০০ ডলার নেন, কিন্তু দেশের ২% উপকার হয় তো নেন" তামিমের খোলামেলা মন্তব্য
- আজ বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩ আগস্ট ২০২৫)
- চরম দু:সংবাদ : সৌদি আরবে ৪২৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ১৪২ জন
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- কমে গেলো গ্যাস সিলিন্ডারের দাম
- ভিসা বাতিলের ঝড়: কেন বিশ্বজুড়ে বাংলাদেশিদের ফিরিয়ে দিচ্ছে
- আজকের সকল দেশের টাকার রেট (৩ আগস্ট ২০২৫)
- কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
- ভারতে মেসির প্রতিটি ম্যাচের সময়সূচি