| ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ফিফার দুর্নীতি রিপোর্টে আসল সালাউদ্দিনের নামও

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মে ২৪ ১৭:২৯:৩৮
ফিফার দুর্নীতি রিপোর্টে আসল সালাউদ্দিনের নামও

ফিফা কয়েক বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থায়ন নিয়ে তদন্ত করছে। গত বছরের ১৪ এপ্রিল পিএফএফের সাবেক মহাসচিব আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়। যাইহোক, ফিফা এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার দ্বারা তদন্ত অব্যাহত ছিল। গতকাল ফিফা ইনভেস্টিগেশন চেম্বার তদন্তের আলোকে বুফের দুই কর্মচারীকে দুই বছরের জন্য এবং সোহাগকে তিন বছরের জন্য বরখাস্ত করেছে।

ফেডারেশনের অর্থ কমিটির চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান আবদুল সালাম মোর্শেদীকে কর্মীদের অনিয়ম এবং আর্থিক কার্যক্রম সঠিকভাবে তদারকি করতে ব্যর্থতার জন্য 13,000 টাকা (10,000 সুইস ফ্রাঙ্ক) জরিমানা করা হয়েছে। গতকাল বাফুফে সংক্রান্ত এই সিদ্ধান্তের পাশাপাশি প্রত্যেকের জন্য পৃথক পৃথক ফাইলও প্রকাশ করেছে ফিফা।

সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালামের ৫২ পাতার ফিফা রিপোর্টে ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের নামও এসেছে। পাঁচ নম্বর পাতায় ২৬ নম্বর পয়েন্টে ফিফার ইনভেস্টগরী চেম্বার বাফুফের তুলনামূলক কোটেশন বিশ্লেষণ করে দেখেছে ভেন্ডর নির্বাচনের ক্ষেত্রে বাফুফের চার জন সব সময় জড়িত ছিল।

এই চারজন হলেন বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অধিভুক্ত সংস্থাকে অনুদান-আর্থিক সহায়তা প্রদান করে। ফিফার সেই অর্থ নিদিষ্ট নিয়ম-নীতি অনুসারে ব্যয় করতে হয়।

বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে সেই নীতি অনুসরণ বাধ্যতামূলকই। ফিফা বাফুফেকে এ নিয়ে অনেক দিন থেকে তাগিদ দিয়ে আসলেও বাফুফের সুনির্দিষ্ট ক্রয় নীতিমালা ছিল না। ২০১৯ সালের ১ অক্টোবর প্রকিউরমেন্ট নীতি আনুষ্ঠানিকভাবে অনুমোদন হলেও সেটি কার্যকর হয়েছে ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে। বাফুফে ক্রয় নীতি অনুযায়ী কোনো দ্রব্য/সেবা ১ লাখ টাকার অধিকমূল্য হলে সেই দ্রব্য/সেবা কিনতে তিনটি কোটেশন প্রয়োজন।

দশ লাখ টাকা পর্যন্ত বাফুফে এই কোটেশন প্রক্রিয়ায় ক্রয় করতে পারবে। কোটেশনের মাধ্যমে ভেন্ডার নির্বাচন প্রক্রিয়ায় সোহাগ, আবু, সালামের সঙ্গে সালাউদ্দিনের নামও এসেছে ফিফা রিপোর্টে। দশ লাখ টাকার উর্ধ্বে কোনো কিছু ক্রয়/সেবার ক্ষেত্রে টেন্ডার আহবান করে ফেডারেশন। ফিফা সালাম মুর্শেদীর প্রতিবেদনে বাফুফের চেক এবং বেশ কিছু ডকুমেন্টসও প্রকাশ করেছে। সেখানে একটি ডকুমেন্টে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের স্বাক্ষরও দেখা গেছে।

গত বছর সোহাগ নিষিদ্ধের ঘটনায় বাফুফে সভাপতির নাম আসেনি। এবার পাঁচটি পৃথক ফাইলের মধ্যে শুধু সালাম মুর্শেদীর ওপর ফিফা প্রতিবেদনে সালাউদ্দিনের প্রসঙ্গ এসেছে। গতকাল প্রকাশিত পাঁচটি ফাইলেই ফিফা বাফুফের ক্রয় চাহিদা প্রক্রিয়া থেকে একেবারে পেমেন্ট চেক ইস্যু পর্যন্ত ধাপে ধাপে ছক আকারে প্রকাশ করেছে। ক্রয় প্রক্রিয়ার সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জড়িত না থাকলেও পেমেন্ট প্রদানে তার অনুমোদন আবশ্যক।

বিশেষ করে কোনো দ্রব্য/জিনিষ বাংলাদেশি টাকায় দশ লাখ টাকার বেশি হলে সেটার অনুমোদনের এখতিয়ার কেবল সভাপতিরই। দশ লাখের নিচে প্রধান অর্থ কর্মকর্তা,সাধারণ সম্পাদক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অনুমোদন করতে পারেন। বাফুফের চেকে স্বাক্ষর করার এখতিয়ার রয়েছে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এই তিন জনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সালাম মুর্শেদী ও কাজী নাবিল আহমেদের স্বাক্ষরই বেশি।

এই দুই জনের এক জন অনুপস্থিত থাকলে সালাউদ্দিন ক্ষেত্র বিশেষে চেকে স্বাক্ষর করেন। গত আবু নাইম সোহাগের রিপোর্টে বল, বিমান টিকিট ক্রয় ও আরো দু’টি বিষয়ে অসঙ্গতি পেয়েছিল ফিফা। গতকাল প্রকাশিত সিদ্ধান্তে বাফুফে ভবনের মাঠে জিম, জুম সেট আপ, আভ্যন্তরীণ রুম ডেকোরেশনে অসঙ্গতি খুঁজে পেয়েছে। বাফুফের একাংশের দাবি, ফেডারেশন কোনো জুম সেট আপই করেনি অথচ ফিফা তাদের অভিযুক্ত করেছে।

বাফুফের আর্থিক বিভাগের সাবেক এক্সিকিউটিভ অনুপম সরকার। যিনি আর্থিক বিষয়াদি নিয়ে ফিফার চিঠি পেয়েছিলেন। তারও বড় ধরনের শাস্তির অনুমান করেছিল ফুটবলসংশ্লিষ্ট অনেকেই আকস্মিকভাবে গতকাল প্রকাশিত পাচটি ফাইলেই নানা প্রসঙ্গে অনুপমের নাম থাকলেও ফিফার নিষেধাজ্ঞায় পড়েননি এই এক্সিকিউটিভ। বাফুফে তদন্ত কমিটি অবশ্য অনুপমের দায় খুজে পেয়েছিল। তদন্ত রিপোর্ট নির্বাহী সভায় সিদ্ধান্ত হওয়ার আগেই অবশ্য অনুপম বাফুফে ছেড়েছিলেন।

ক্রিকেট

বিসিবির ২৫০ কোটি টাকার গোপন চাল! কোথায় গেল এত টাকা, জানলে চমকে যাবেন

বিসিবির ২৫০ কোটি টাকার গোপন চাল! কোথায় গেল এত টাকা, জানলে চমকে যাবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি নিজেদের আর্থিক নিরাপত্তা ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের একটি ...

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর

রংপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, ও পীরগাছা ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে