শেষ ৩ মিনিটের ঝড়ে ফাইনালের টিকিট পেলো রিয়াল মাদ্রিদ

কথায় আছে না, হারের আগে হার নয়! সেটাই যেন প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল ১-০ গোলে। শেষ ৩ মিনিটের ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড করে প্রত্যাশিতভাবেই ম্যাচটা শেষ করল রিয়াল মাদ্রিদ।
বুধবার (৮ মে) চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, দুই লিগ মিলিয়ে ব্যবধানটা ৪-৩। আলিয়াঞ্জ অ্যারেনায় তারা ড্র করেছিল ২-২ গোলে।
মাদ্রিদের সাদা রঙে ছেয়ে যাওয়া মাঠে প্রথমার্ধে আধিপত্য দেখায় স্বাগকিতরা। পুরো ৪৫ মিনিটই বায়ার্ন মিউনিখের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে তারা। গোলটাই যা পাওয়া হয়নি এ সময়। কার্লো আনচেলত্তি আফসোস করতেই পারেন।
১৩ মিনিটে সবচেয়ে বড় পরক্ষীর মুখে পড়েন ম্যানুয়েল নয়্যার। দানি কারভাহালের পাস থেকে ভিনিসিউস জুনিয়র বল পাঠিয়ে দেন দূরের পোস্ট দিয়ে। বারে লেগে বল চলে আসে রণাঙ্গনে। পাল্টা শট নেন রদ্রিগো, পড়ে গেলেও সেটা ঠেকিয়ে দেন নয়্যার। কে বলবে তার বয়সটা ৩৮ পেরিয়ে ৩৯-এ।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে বাড়তে থাকে ম্যাচের বয়স। বাকি তখন আর ২ মিনিট। ভিনির নেয়া শট ধরে ফেলেন নয়্যার, পরক্ষণে বল ছুটে যায় তার হাত থেকে। কাছেই থাকা জোসেলু কোনো ভুল করেননি, রিয়াল ফেরে সমতায়। ৩ মিনিট পর আবারও একই জায়গা থেকে গোল করেন জোসেলু। কিন্তু বাধ সাধে তার অবস্থান। পরে ভার রিভিউ দেখে রেফারি নিশ্চিত হন, অফসাইড হয়নি, সেটি গোলই। বাকি সময়টা রিয়াল কাটিয়েছে শেষ বাঁশি বাজার অপেক্ষায় থেকে।
- কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
- জমির খাজনা না দিলে কত বছর পর জমি খাস হয়ে যাবে
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- কমে গেলো গ্যাস সিলিন্ডারের দাম
- ভারতে মেসির প্রতিটি ম্যাচের সময়সূচি
- ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ; জয়ের জন্য আর মাত্র কয়েকটি রান বাকি
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু
- মরক্কো বনাম অ্যাঙ্গোলা : দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়ে টানটান উত্তেজনা
- Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো
- বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড