| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

দ্য মনস্টার ইজ ব্যাক ‘মনস্টার’ সিলভা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ মে ০৮ ১১:৩০:৪১
দ্য মনস্টার ইজ ব্যাক ‘মনস্টার’ সিলভা

ইউরোপের পাট চুকিয়ে আবারও ব্রাজিলিয়ান ক্লাবে ফিরলেন দেশটির তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভা। নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে দুই বছরের চুক্তি ছিলো। চলতি বছরের ইউরোপীয় মৌসুম শেষ হলেই সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে সিলভার। এরপর ৩৯ বছর বয়সী এই তারকা জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে খেলা শুরু করবেন বলে জানা গিয়েছে। ফ্লুমিনেন্স ছাড়ার পর গত ১৬ বছরে এসি মিলান, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসির হয়ে খেলেছেন রক্ষণভাগের অন্যতম সেরা এই ফুটবলার। জাতীয় দলের সতীর্থ মার্সেলোও সিলভার নতুন ওই ক্লাবে আছেন।

এছাড়া ব্রাজিলের ঘরোয়া লিগে ম্যানুয়েল, অ্যান্তনিও কার্লোস, ফিলিপ মেলো, থিয়েগো সান্তোস ও ফিলিপ আন্দ্রাদের সঙ্গে খেলবেন তিনি। সিলভার নতুন করে ক্লাবে ফেরার প্রথম সংবাদ ফ্লুমিনেন্স দিয়েছে এভাবে, ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম।’ হ্যাশট্যাগ দিয়ে তারা এরপর সিলভাকে নিয়ে দেওয়া প্রতিটি পোস্টে লিখছে ‘দ্য মনস্টার ইজ ব্যাক।’

আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যস্ত সূচি রয়েছে আন্তর্জাতিক ফুটবলে। এরই মাঝে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসবে। ফলে ততদিন পর্যন্ত মাঠে নামার অপেক্ষায় থাকতে হবে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা সিলভাকে। এরপরই ব্রাজিলিয়ান লিগ ও লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লিবার্তাদোরেসের মতো টুর্নামেন্টে তিনি ফ্লুমিনেন্সের জার্সি গায়ে জড়াতে পারবেন। তার দল বর্তমানে দেশটির লিগ ব্রাজিলেইরোতে রাউন্ড এইটিন এবং লিবার্তাদোরেসে রাউন্ড সিক্সটিনে রয়েছে

সিলভার ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার বিষয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। চেলসির হয়ে কিছুদিন আগে শেষ ম্যাচ খেলার পর থেকে সেটি আরও জোরালো হয়ে ওঠে। মেন ইন ব্লুদের হয়ে তিনি সর্বশেষ ২০২১ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন।

ইউরোপীয় সংবাদমাধ্যমে দেওয়া তথ্যমতে, সিলভাকে দলে ভেড়ানোর দৌড়ে ফ্লুমিনেন্সের সঙ্গে এমএলএস (আমেরিকান মেজর লিগ সকার) ও সৌদি আরবের ক্লাবও লড়াইও নেমেছিল। তাদের টপকে ব্রাজিলের রিও শহরের ক্লাবটিই চুক্তি সই করিয়েছে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে। সেলেসাও তারকা ইউরোপীয় ক্লাবের হয়ে ১৪ বছরে সবমিলিয়ে ৩০টি শিরোপা জিতেছেন।

ক্রিকেট

বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড

বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের উপস্থিতিই ম্যাচের চেহারা বদলে দেয়। তাঁদের ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সিরি-এ ফুটবলে ঘরের মাঠ মারাকানায় ১৮তম রাউন্ডে গ্রেমিওকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্সে। ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button