আইপিএলে ৪১ বাউন্ডারি, ২৮৭ রান- এক ম্যাচে হায়দরাবাদ ভাঙলো যত রেকর্ড

এম চিন্নাস্বামীতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। তারা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ স্কোরও ছাড়িয়ে গেছে। চিন্নাস্বামীতে, স্বাগতিকদের বেঙ্গালুরু ভক্তরাও দাঁড়িয়ে ওভেশন দিতে বাধ্য হয়েছিল। আধুনিক যুগে টি-টোয়েন্টির কাছে হয়তো এটাই প্রত্যাশা করে ভক্তরা। চার বা ছয়টি বন্যা শুরু হবে। ক্রিকেটের বিজ্ঞাপন বোধকরি এমনই।
সোমবার রাতে চিন্নাস্বামীর হায়দ্রাবাদের বিপক্ষে যেভাবে তারা টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ বেঙ্গালুরুর বোলারদের তোয়াক্কা না করে ২৮৭ রানের বিশাল স্কোর করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো পর্যায়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। শুধু নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে বেশি রান করেছে।
পুরো ম্যাচে হায়দরাবাদের ব্যাটসম্যানরা মোট ৪১ টি বাউন্ডারি হাঁকিয়েছেন। আইপিএলে মাত্র একবারই বেশি বাউন্ডারি মারা হয়েছে। ২০১৩ সালে বেঙ্গালুরু সেই ম্যাচে ব্যাট করেছিল। পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে সেই ম্যাচে তারা ৪২ বাউন্ডারি হাঁকিয়েছেন এর মধ্যে ৩০ টি এসেছিল ক্রিস গেইলের ব্যাট থেকে।
আরেকটি পরিসংখ্যান দেখায় যে ট্র্যাভিস হেড-হেনরিখ ক্লাসেন স্বাগতিক বেঙ্গালুরু বোলারদের কতটা পরাস্ত করেছিলেন। গতকাল হায়দরাবাদের ইনিংসে দুই বাউন্ডারির গড় দূরত্ব ছিল ১.৭৬ বলে। এতেই বোঝা যায় হায়দরাবাদের ব্যাটসম্যানরা কতটা ধারাবাহিকভাবে বাউন্ডারি মারছে।
চলতি আসরেই একবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল হায়দরাবাদ। সেবার ২৭৭ করেছিল হেড-ক্লাসেনরা। যে ইনিংসে প্রতি ২.৫০ বলে একটি করে বাউন্ডারি মেরেছিলেন তারা। সেবার অবশ্য ৪টি বাউন্ডারি কম হাঁকিয়েছেন হায়দরাবাদ ব্যাটাররা। আইপিএলের ইতিহাসে এরচেয়ে আক্রমণাত্মক ব্যাটিং দেখা গিয়েছে কেবল একবারই।
গেল আসরে মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে ২৫৭ রান করেছিল লখনৌ সুপার জায়ান্টস। সেবার প্রতি ১.৫৬ বলে একটি করে বাউন্ডারি মেরেছিল লখনৌ। তবে তাদের ইনিংসে চারের সংখ্যাই ছিল বেশি। গতকাল ছক্কা মারার দিক থেকেও রেকর্ড গড়েছে হায়দরাবাদ।
চিন্নাস্বামীতে সোমবার ২২টি ছক্কা মেরেছে হায়দরাবাদ। প্রতি ছক্কায় বলের ব্যবধান ছিল গড়ে ৩.৮০। আইপিএলের ইতিহাসে এত ধারাবাহিকভাবে ছক্কা হাঁকানোর নজির আর নেই।
স্বাভাবিকভাবেই এই ইনিংসের মাধ্যমে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছিল ২১ ছক্কা। সেটাও গড়েছিল এই বেঙ্গালোরই। গতকাল সেটিও টপকে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
গতকালের এমন ধংসাত্মক ইনিংসের পেছনে বড় কারিগর ছিলেন ট্রাভিস হেড। ৪১ বলে তিনি করেছেন ১০২ রান। আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন। পাওয়ারপ্লেতে চলতি আসরে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের তালিকাতেও চলে এসেছেন তিনি। মুম্বাইয়ের বিপক্ষে নিয়েছিলেন ৫৯ রান। যেটা সর্বোচ্চ। এবার করেছেন ৫২ রান। সেরা তিনে আছে সেটিও।
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ও ছুটি ঘোষণা করলো সৌদি-আরব আমিরাত
- দেশের বাজারে কমলো ডিজেল ও পেট্রল তেলের দাম
- বাংলাদেশের জয়ের দিনের সিরিজ সেরা ও ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
- সৌদি পুলিশের সতর্কবার্তা, সকলেই সাবধান
- ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন ড. ইউনুস
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩০ এপ্রিল ২০২৫)
- আজকের সৌদি রিয়াল রেট (১ মে ২০২৫)
- কুয়েত প্রবাসীদের জন্য ঈদের ছুটি ঘোষণা করলো কুয়েত সরকার
- এবার বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর
- ৮ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- মিরাজের ব্যাটে জ্বলছে টাইগাররা, লিড ১২৬
- আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তিন টাইগার ক্রিকেটার
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- দেশের সকল নাগরিকদের জন্য বড় সুখবর