আজ যেমন হবে মুস্তাফিজদের দ্বিতীয় ম্যাচের একাদশ

মুস্তাফিজুর রহমান যেখানেই আছেন, বাংলাদেশের চোখ সেখানেই। আইপিএলের ১৭তম আসরে ফিজই একমাত্র বাংলাদেশ প্রতিনিধি যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। প্রথমে দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু চেন্নাই লঙ্কার মাথিশা পাথিরানার চোটের কারণে দ্য ফিজের কপাল খুলে যায়। সুযোগ পাওয়ার পর ফিজ সুযোগটা ভালোই কাজে লাগান।
বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের বিশাল জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। চার উইকেট নিয়ে, তিনি নিজের উপর রাখা প্রত্যাশা ছাড়িয়ে গেলেন। মঙ্গলবার রাতে গুজরাটের বিপক্ষে ম্যাচের প্রথম একাদশে থাকতে পারেন বাংলাদেশের এই খেলোয়াড়।
চেন্নাইয়ের একাদশে চার বিদেশি খেলোয়াড়ের মধ্যে ড্যারিল মিচেল এবং রাশেন রবীন্দ্রের জায়গা নিশ্চিত। দুজনই বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং কলামের মূল ভিত্তি। একটি বোলিং খেলায় তিনজন আছেন। দুই লঙ্কান বোলার মাথিশা পাথিরানা ও মহেশ থেকশানা। আর আছে ফিজ। মৌসুমের প্রথম ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি থেকশানা। তবে দলের স্পিন বিভাগের ওস্তাদ কারিগর তিনি।
লড়াইটা তাই মূলত মুস্তাফিজ এবং পাথিরানার মাঝে। তবে এক্ষেত্রে মুস্তাফিজ কিছুটা এগিয়ে থাকতেই পারেন। ইনজুরি ফেরত খেলোয়াড়কে দুইদিনের অনুশীলন পর্ব শেষে সরাসরি মাঠে নামানোর সম্ভাবনা কিছুটা কম। এছাড়া ম্যাচ যেহেতু চেন্নাইয়ের মাঠে, তাই কিছুটা হলেও মুস্তাফিজুর রহমানকে বিবেচনায় রাখতে চাইবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট।
চেন্নাইয়ের দলে আজকের ম্যাচে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। ইনিংসের ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে রাচিন রবীন্দ্র থাকবেন। আজিঙ্কা রাহানে এবং ড্যারিল মিচেল থাকবেন এরপরেই। শক্তিশালী মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা এবং সামির রিজভি থাকবেন। অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি থাকবেন এরপরেই। বোলারদের তালিকায় থাকবেন দীপক চাহার, মাহিশ থিকশানা এবং তুশার দেশপাণ্ডে।
আইপিএলের ইম্প্যাক্ট খেলোয়াড়ের প্রভাব পড়তে পারে মুস্তাফিজের ওপর। চেন্নাই যদি আগে বোলিং করে, তবে মূল একাদশে থাকবেন বাংলাদেশের এই পেসার। সেক্ষেত্রে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যাটিং করতে আসবেন শিভাম দুবে। আর চেন্নাই আগে ব্যাট করলে একাদশে থাকবেন শিভাম দুবে। মুস্তাফিজ হবেন ইমপ্যাক্ট ক্রিকেটার।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
চেন্নাই আগে ব্যাট করলে: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভাব দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুশার দেশপাণ্ডে। ইম্প্যাক্ট খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান
চেন্নাই আগে বল করলে: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুশার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান। ইম্প্যাক্ট খেলোয়াড়: শিভাম দুবে
- দেশে আরেকটি বড় আন্দোলনের আভাস
- হঠাৎ পাল্টে গেলো ব্রয়লার মুরগির দাম
- শাহজালাল সহ তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে
- দারুণ সুখবর : নতুন ভিসা চালু করল আমিরাত
- শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ,পাল্টে গেলো অধিনায়ক, জেনেনিন সময়
- গ্যাসের সমস্যা দূর করার সহজ উপায়: আপনার বাড়িতে
- স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওমান প্রবাসীর একি কান্ড
- স্বর্ণ কিনবেন, জেনে নিন সর্বশেষ স্বর্ণ ও রুপার বাজারদর
- আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ
- কারাগারে যা যা পাচ্ছেন সাবেক এমপি মমতাজ বেগম
- সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: উপদেষ্টা আসিফ মাহমুদ
- গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে পারলো না ফায়ার সার্ভিস কর্মীরাও
- যে অপরাধে ওমানে দুই প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার
- ম্যানচেস্টার সিটি বনাম আল-হিলাল: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- ছেলেদের জন্য স্কিন কেয়ার রুটিন: আত্মবিশ্বাস বাড়ানোর উপায়