আধা ঘণ্টার মধ্যে পিচ পরিবর্তন হয়ে গেল, কড়া ভাষায় জবাব দিলেন নির্বাচক রাজ্জাক

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। নাজমুল হোসেন শান্তর দল ৪৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কার দেওয়া ৫১২ রানের লক্ষ্য। তবে বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র আধঘণ্টা আগেই রানের উৎসবে নেমেছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভার পর সেঞ্চুরি করেন কামিন্দু মেন্ডিস। কিন্তু সেই পিছেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।
একই দিনে একই উইকেটে ব্যাটিংয়ে বিস্তর পার্থক্য রয়েছে। একই উইকেটে বাংলাদেশি বোলারদের সঙ্গে খেলেছেন ডি সিলভা-কামিন্দু মেন্ডিস। কিন্তু ব্যাট করতে দাঁড়াতে পারেননি বাংলাদেশের টপাটার ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হওয়ার আধা ঘণ্টা আগে শ্রীলঙ্কা অষ্টম ও দশম উইকেটে যথাক্রমে ৬৭ ও ৫২ রান করে। দুই দলের ব্যাটিংয়ে এই একেবারে পার্থক্য দেখে বিস্মিত বাংলাদেশের নির্বাচক আবদুর রাজ্জাক।
এ ক্ষেত্রে উইকেটের দোষ দেখছেন না জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় দলের নির্বাচক আবদুল রাজ্জাক। তার মতে, আধা ঘণ্টায় পিচে আকাশ-পাতালের পার্থক্য বদলানো যায় না। বরং, ব্যাটারদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যাটসম্যানদের ত্রুটিপূর্ণ ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে বলে মনে করেন তিনি।
সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে রাজ্জাক সংবাদমাধ্যমকে বলেন, 'পিচের সমস্যা হবে কেন আধা ঘণ্টার মধ্যে পিচ আকাশ-পাতাল পার্থক্য হয়ে যাবে নাকি। শেষের দিকে তারা দুটো সেঞ্চুরি করেছে কিছুক্ষণ আগে। দশ মিনিটে উইকেটে এমন কী হলো যে... আমাদের অ্যাপ্লিকেশনের কিছু ভুল হয়েছে। আমরাই ভুল করেছি।
এই সিরিজ শুরুর আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। আর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। এছাড়া টেস্ট দলে নেই তামিম ইকবালও। সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেলতে নামাতেই এই অবস্থা টাইগারদের? রাজ্জাক মনে করেন, এই ম্যাচে তরুণদের সুযোগ ছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ছেলেরা। এমন ব্যাটিং অপ্রত্যাশিত ছিল রাজ্জাকের।
তিনি বলেন, 'সিনিয়রদের অভাব... এই টেস্টে আমাদের তরুণদের সুযোগ ছিল। ব্যাটিংয়ের কথা যদি বলেন খুবই অপ্রত্যাশিত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এমন ব্যাটিং হবে দ্বিতীয় ইনিংসে... ওরা ভালো ব্যাটিং করেছে। ওদের ব্যাটিং দেখে এবং আমাদের ব্যাটিং দেখে দুই রকম মনে হচ্ছে। আমি খুবই হতাশ।'
কিছুদিন আগেই শেষ হয়েছে বিপিএল। এরপর টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজ। টানা ক্রিকেটে থাকায় টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের সুযোগ পায়নি বাংলাদেশ। রাজ্জাক বলেন, টানা ক্রিকেট থাকায় এ রকম প্রস্তুতি ম্যাচ রাখার সুযোগ নেই আর। ক্রিকেটাররা খেলার মধ্যে থাকায় লাল বলে মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয় বলে মনে করেন রাজ্জাক। জাতীয় দলের এই নির্বাচক বলেন, 'এখনকার ক্রিকেট যেমন চলছে। অনুশীলন ম্যাচের যে সময় পাওয়া যাবে এমনটা নয়। আগে কম খেলা ছিল। প্রতিযোগীতামূলক খেলা কম ছিল। এখন প্রতিযোগিতামূলক খেলা অনেক হয়। আমি মনে করি না প্রস্তুতির কমতি আছে। এরা তো ক্রিকেটের মধ্যেই আছে। যার যার চিন্তা তার তার থাকা উচিত।'
শোনা যাচ্ছে, দ্বিতীয় টেস্টে খেলতে চান সাকিব আল হাসান। বিসিবিও রাজি অভিজ্ঞ অলরাউন্ডারের খেলার বিষয়ে। রাজ্জাকের বিশ্বাস সাকিব ফিরলে দল হিসেব শক্তিশালী হয়ে উঠবে টাইগাররা। তিনি বলেন, 'সাকিব খেললে তো খুবই ভালো কথা। দলের শক্তি অনেকাংশে বেড়ে যায়। আমরাও যতটুকু জানতে পেরেছি ও হয়তো খেলবে। ও যদি খেলে খুব ভালো হবে দলের জন্য।'
- দেশে আরেকটি বড় আন্দোলনের আভাস
- হঠাৎ পাল্টে গেলো ব্রয়লার মুরগির দাম
- শাহজালাল সহ তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে
- দারুণ সুখবর : নতুন ভিসা চালু করল আমিরাত
- গ্যাসের সমস্যা দূর করার সহজ উপায়: আপনার বাড়িতে
- শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ,পাল্টে গেলো অধিনায়ক, জেনেনিন সময়
- স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওমান প্রবাসীর একি কান্ড
- স্বর্ণ কিনবেন, জেনে নিন সর্বশেষ স্বর্ণ ও রুপার বাজারদর
- কারাগারে যা যা পাচ্ছেন সাবেক এমপি মমতাজ বেগম
- সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: উপদেষ্টা আসিফ মাহমুদ
- গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে পারলো না ফায়ার সার্ভিস কর্মীরাও
- যে অপরাধে ওমানে দুই প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার
- আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ
- ম্যানচেস্টার সিটি বনাম আল-হিলাল: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- ছেলেদের জন্য স্কিন কেয়ার রুটিন: আত্মবিশ্বাস বাড়ানোর উপায়