| ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

যে কারণে মুশফিককে নিয়ে তামিমের বিস্ফোরক অভিযোগ!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মার্চ ২০ ১৪:৫০:০২
যে কারণে মুশফিককে নিয়ে তামিমের বিস্ফোরক অভিযোগ!

ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বিবাদের কথা এখন বিশ্ব জানে। এদিকে ঘনিষ্ঠ বন্ধু তামিম ও মুশফিকুর রহিমের খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে ক্রিকেট বিশ্বে। তামিম ও মেহেদি হাসান মিরাজের মধ্যে সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপ অন্তত এমনটাই জানা গেছে।

এই ফোন কলে তামিম স্পষ্টই বলেছেন, ছোটবেলা থেকেই মুশফিকুরের ওপর আস্থা রাখার কোনো পুরস্কার পাননি তিনি। যদিও আগামী মৌসুমে একই দলে খেলার কথা ছিল তাদের। কিন্তু তামিমের অভিযোগ, তামিমকে না জানিয়েই আলাদা দল গঠনের উদ্যোগ নিয়েছেন মুশফিক। তামিম জানান, আজ (বুধবার) সন্ধ্যা সাতটায় তিনি ফেসবুক লাইভে উপস্থিত হয়ে পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরবেন।

এদিকে আজ আবারও তামিম ইকবালের জন্মদিন। এই বিশেষ দিনে এমন কটাক্ষ ছড়ানোর জন্য জাতীয় দলের সাবেক অধিনায়ক নিশ্চয়ই বিব্রত হয়েছেন। ফলে তিনি আজ সবকিছু পরিষ্কার করতে চান।

তামিম ইকবাল আর মুশফিকের অন্তরঙ্গতার কথা কারও অজানা নয়। সদ্য সমাপ্ত বিপিএলেই দু’জন এক দলে (ফরচুন বরিশাল) খেলেছেন। বিপিএলে শিরোপা জয়ের পর তামিম বড় কৃতিত্ব দিয়েছেন মুশফিককেই। এরপর তামিম বলেছিলেন, তারা প্রায় এরকম দল নিয়েই পরের বছর খেলতে চান। কিন্তু মুশফিক সেই কথার ওপর আস্থা না রেখে নিজেই দল করতে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তামিম। সাকিব-তামিমের মতো এবার মুশফিক-তামিমের মধ্যেও চরম দ্বন্দ্ব দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফোনালাপে তামিম বলেন, গত বিপিএলে তাদের যেমন দল ছিল, তিনি প্রায় সেরকম দলই পরের বছর রাখতে চেয়েছিলেন। কিন্তু মুশফিক কথা রাখেননি– ‘মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ? ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথায় আমার বেইসই ছিল তুই মুশফিক সবাই–সহ। ঠিক না?’

তামিম অভিমান করে বলেছেন, তিনি জাতীয় দলে থাকলে বা অধিনায়ক হিসেবে থাকলে তার সঙ্গে কেউ এরকম ব্যবহার করতো না। আজ সবাই সুযোগ নিচ্ছে, ‘যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতি না। এখন আমার দাম নাই, তাই তোরা এসব করছো। অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল তুই ওই সাইডে আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি। বিষয়টা ভুলে যাইসনা, তোর বড়ভাইকেও বলে দিস।’

তামিম সবচেয়ে দুঃখ পেয়েছেন, মুশফিক তাকে একেবারেই কিছু না জানিয়ে আলাদা দল করার সিদ্ধান্ত নেওয়ায়। সেটা না লুকিয়েই তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত, চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে। এখন তো ন্যাশনাল টিমে খেলি না, তাতে অনেকের ভাব বেড়ে গেছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

লন্ডনে একান্ত সাক্ষাতে তামিম-সাকিব, দেশের ক্রিকেটে নতুন ভোরের ইঙ্গিত

লন্ডনে একান্ত সাক্ষাতে তামিম-সাকিব, দেশের ক্রিকেটে নতুন ভোরের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা—তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাঠে তাঁদের পারফরম্যান্স যতটা ...

মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন

মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের আজ অভিষেক হচ্ছে। শ্রীলঙ্কার ...

ফুটবল

বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষককে কিনল আর্সেনাল, দাম জানলে অবাক হবেন

বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষককে কিনল আর্সেনাল, দাম জানলে অবাক হবেন

তিন বছরের চুক্তিতে চেলসি থেকে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে কিনে নিয়েছে আর্সেনাল। যদিও ...

আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

নিজস্ব প্রতিবেদক: আকাশে রোদ, হৃদয়ে আশার ঝলক। আজ (২ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে মিয়ানমারের ...



রে