| ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রোমাঞ্চকর পিএসএল ফাইনালে শেষ বলে নির্ধারন হল চ্যাম্পিয়ন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মার্চ ১৯ ১১:৪৮:২২
রোমাঞ্চকর পিএসএল ফাইনালে শেষ বলে নির্ধারন হল চ্যাম্পিয়ন

ইমাদ ওয়াসিম শেষ তিন ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে জিতিয়েছে । মুলতান সুলতাসদের বিপক্ষে ফাইনালেও দায়িত্বও পড়ে তার কাঁধে। আজম খান, ফাহিম আশরাফ এবং হায়দার আলী খুব দ্রুত আউট হয়ে ফিরে আসেন। এ অবস্থায় ইমাদকে কিছুটা স্বস্তি দেন নাসিম শাহ। ইতিমধ্যেই নিজেদের হিটিং ব্যাটের ক্ষমতার কথা জানিয়েছেন তারা। আজকের ক্যামিওতে সেটা আবারও প্রমাণ করলেন তিনি।

শেষ দুই ওভারে ইসলামাবাদের দরকার ছিল ১৯ রান। ক্রিস জর্ডানের ওভারে টানা দুটি চার মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ইমাদ। সেওভারে থেকে আসে ১১ রান। শেষ ওভারে প্রয়োজন ৮ রান। প্রথম চার বলে ৭ রান করার পর পঞ্চম বলে ফেরেন নাসিম। শেষ বলে এক রানের প্রয়োজন হলে থার্ডম্যানের মাধ্যমে হানিন শাহ চারের সাহায্যে ২ উইকেটে জয় নিশ্চিত করেন।

২০১৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শিরোপা জিতেছে ইসলামাবাদ। এই হারের সাথে মুলতাস টানা তিনটি ফাইনালে হেরেছে। গত চার মৌসুমের ফাইনালে উঠলেও মোহাম্মদ রাদওয়ানের দল একাধিকবার শিরোপা জিততে পারেনি।

করাচিতে জয়ের জন্য ১৬০ রান তাড়ায় আক্রমণাত্বক শুরু করেন কলিন মুনরো। তবে ইনিংস বড় করার আগেই মুনরোকে ফিরিয়েছেন খুশদিল শাহ। ১৭ রানে ফিরতে হয় তাকে। এরপর সালমান আলী আঘাকেও বিদায় করেছেন খুশদিল। চারে নেমে থিতু হতে পারেননি শাদাব। ইফতিখারের বিপক্ষে সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন ইসলামাবাদের অধিনায়ক।

একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মার্টিন গাপটিল। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি। তবে আজম খানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়তে হয়েছে গাপটিলকে। ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলে ফিরে যেতে হয় তাকে।

শেষদিকে আজম, হায়দার এবং ফাহিম আশরাফ চলে গেলে বিপাকে পড়ে ইসলামাবাদ। কিন্তু নাসিম শাহের ৯ বলে ১৭ এবং ইমাদের ১৭ বলে ১৯ রান ইসলামাবাদকে এনে দেয় ৩য় শিরোপা। মুলতানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ইফতিখার এবং খুশদিল। একটি করে উইকেট শিকার করেছেন উসামা, উইলি এবং মোহাম্মদ।

টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মুলতান। ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন ইয়াসির খান। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ওপরে আনা হয় উইলিকে। ব্যর্থ হয়েছেন তিনিও। ১৪ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন রিজওয়ান ও উসমান খান। তাদের দুজনের ৫৩ রানের জুটি ভাঙেন শাদাব।

মুলতানের অধিনায়ক রিজওয়ান আউট হয়েছেন ২৬ বলে ২৬ রানের ধীরগতির ইনিংস খেলে। এরপর দ্রুতই বিদায় নিয়েছেন জনসন চার্লস এবং খুশদিল। শেষদিকে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলে মুলতানকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ইফতিখার। এদিন ২৩ রানের খরচায় পাঁচ উইকেট তুলে নিয়েছেন ইমাদ ওয়াসিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

লন্ডনে একান্ত সাক্ষাতে তামিম-সাকিব, দেশের ক্রিকেটে নতুন ভোরের ইঙ্গিত

লন্ডনে একান্ত সাক্ষাতে তামিম-সাকিব, দেশের ক্রিকেটে নতুন ভোরের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা—তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাঠে তাঁদের পারফরম্যান্স যতটা ...

মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন

মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের আজ অভিষেক হচ্ছে। শ্রীলঙ্কার ...

ফুটবল

৩ গোলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

৩ গোলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আজকের রাত শুধু ফুটবলের নয়, এটি এক জাতির গর্বের রাত। এটি সেই মুহূর্ত, ...

আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

নিজস্ব প্রতিবেদক: আকাশে রোদ, হৃদয়ে আশার ঝলক। আজ (২ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে মিয়ানমারের ...



রে