| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জাতীয় দলের হয়ে খেলা নিয়ে হতাশ হয়ে যা বললেন সাইফউদ্দিন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মার্চ ১০ ১৫:৫৪:১৪
জাতীয় দলের হয়ে খেলা নিয়ে হতাশ হয়ে যা বললেন সাইফউদ্দিন

দেশের ক্রিকেটে অলরাউন্ড পেস বোলিংয়ের অভাব দীর্ঘদিন ধরে। ফরহাদ রাজা, জিয়াউর রহমানের মতো অনেকেই এসেছেন লাল-সবুজ জার্সিতে। কিন্তু বেশিদিন আলো ছড়াতে পারে না কেউ। এমন সময় অনেক আশা নিয়ে আসেন মোহাম্মদ সাইফ আল-দীন। তিনি নিজের উপর রাখা প্রত্যাশার কথাও ভেবেছিলেন।

তবে ইনজুরি ও আউট অফ ফর্মের কারণে জাতীয় দলের রাডার থেকেও ছিটকে পড়েন তিনি। সেখান থেকে অবশ্য নিজেকে কিছুটা ফিরেও পেয়েছেন তিনি। বিশেষ করে দশম বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সাইফুদ্দিন নিজেকে খুঁজে পেয়েছেন পুরোদমে। বিশেষ করে বল হাতে নিজেকে প্রমাণ করেছেন। ডেথ ওভার হোক বা ইনিংসের শুরু, বল হাতে নিয়মিত সাফল্য পেয়েছেন সাইফুদ্দিন।

এরপর থেকেই আলাপ শুরু হয়েছে নতুন করে। সাইফউদ্দিনকে আরও একবার জাতীয় দলে দেখতে চান অনেকেই। লংকানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হেরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সাইফুদ্দিন ইস্যুতে প্রশ্ন শুনতে হয়েছে। আজ রোববার (১০ মার্চ) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছে সাইফউদ্দিন নিজেই। জাতীয় দলে ফেরার প্রশ্ন শুনতে হয়েছে তাকেও।

জবাবে সাইফউদ্দিন বলেন, ‘আমরা যারা অ্যাথলেট পারফরম্যান্সের বিকল্প নেই। টপ লেভেলে পারফর্ম করতেই হবে। সেই ধারা রাখতে কাজ করছি। প্রতিদিন তো ভালো খেলব না। তবে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। শ্রীলঙ্কা সিরিজের দলে সাইফউদ্দিন নেই। বলা হয়েছিল টানা খেলার কারণে ঝুঁকি নিতে রাজি নই। সাইফউদ্দিন কি তাহলে ফিট নন? এমন প্রশ্নে এই অলারাউন্ডার বলেন, ‘নো কমেন্টস। আসলে আমি খেলতে চাই।

সবাই চান আমি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলি। হয়ত খুব দ্রুত হয়ে যেত। দল আমার ভালো চেয়েছে আমি মনে করি। অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে জাতীয় দলে ফিরলে হয়ত কঠিন হয়ে যেত আমার জন্য।’ এরপর ব্যাখ্যাটাও দিয়েছেন তিনি, ‘শরিফুল তাসকিনরা ১ সপ্তাহের মতো বিরতি পেয়েছে। আমরা যারা কোয়ালিফায়ার বা ফাইনাল খেলেছি বিরতি পাইনি। সব কিছু চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়ত এই সিদ্ধান্ত।

তারপরও চেষ্টা করব সেরাটা দেওয়ার। ডিপিএল ভালো খেললে সামনে সুযোগ আসবে। সামনে আরও সিরিজ আছে। এজন্য খুব বেশি তাড়াহুড়া করছি না।' সামনে টি-২০ বিশ্বকাপ, দর্শকরা সবাই দলে দেখতে চান সাইফউদ্দিনকে। এরপর এই ফেনীর ক্রিকেটারের জবাব, 'যখনই মাথায় নিয়ে আসি ভালো খেলে জাতীয় দলে ফিরতে হবে, তখনই সবসময় খারাপ পারফরম্যান্স করি। সব কিছু সাধারণভাবে নিচ্ছি। সাধারণভাবে নিলেই ভালো খেলি। এজন্য নার্ভ রিলিফ রাখি এবং চেষ্টা করি খেলা উপভোগ করতে।'

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে