টিকে থাকার লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে শান্তর বাংলাদেশ

হার দিয়ে নতুন বছর শুরু করেছে বাংলাদেশ দল। বছরের শুরু থেকেই ব্যস্ত বিপিএল। ১ মার্চ ফাইনালের পর ৪ মার্চ লাল ও সবুজ জার্সি পরে বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাক-টু-ব্যাক টি-টোয়েন্টির মাঝেও কেউ নিজেদের সেরাটা দেখাতে পারে না।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার তুমুল অ্যাকশনের সাক্ষী হওয়া ম্যাচে বাংলাদেশ তিন রানে হেরেছে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের ব্যর্থতার পর রক্ষণভাগে থাকা টাইগারদের পথ দেখান অভিজ্ঞ মাহমুদউল্লাহ এবং নতুন সই করা জাকির আলী অনিক। হারের পরও পুরো ম্যাচে কঠোর ব্যাটিং করার জন্য প্রশংসিত হন দুই টাইগার ব্যাটসম্যান।
প্রথম খেলায় হেরে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে বুধবার মাঠে নামবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার মঞ্চ এই সিরিজ। তবে আজকের ম্যাচে জিততে হলে সব বিভাগকেই দারুণ কিছু করতে হবে।
প্রথম ম্যাচে দুই ব্যাটারের কল্যাণে ঢাকা পড়ে যায় বোলারদের ব্যর্থতা। সিলেটের পিচে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা রান দেওয়ার মিছিলেই শামিল হয়েছিলেন। ১০ এর বেশি গড়ে রান তুলেছেন লঙ্কান ব্যাটাররা। ২০৬ রানের পাহাড়সম টার্গেট সেদিন বাংলাদেশকে ছুঁড়ে দেয় চারিথ আসালাঙ্কার দল।
আবার রানপ্রসবা উইকেটে টপ অর্ডারের ব্যাটাররা একেবারেই রান করতে পারেননি। যে কারণে সিরিজ বাঁচাতে বড় ভূমিকা পালন করতে হবে ব্যাটারদের। বিপিএলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় থাকা তাওহীদ হৃদয় এবং লিটন দাসের দিকে থাকবে বাড়তি নজর। মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের অনিক নিজেদের দিনে কতটা ভয়ানক সেটা এরইমাঝে প্রকাশ পেয়েছে। এবার তাদের ম্যাচ জেতানোর পালা।
এদিকে ম্যাচের আগের দিন গতকাল দুই দলের ক্রিকেটারই কাটিয়েছেন বিশ্রামরত অবস্থায়। কোনো দলের ক্রিকেটারই অনুশীলন করেননি। সিরিজের দ্বিতীয় এই ম্যাচটি জিততে পারলে সমতায় চলে আসবে বাংলাদেশ দল। শান্তর দল অবশ্য মনে প্রাণে সেটিই চাইবে।আগের দিনের মতো আজও রানের বন্যা দেখা যেতে পারে সিলেটে। হাইস্কোরিং উইকেটে বাংলাদেশের ব্যাটারদেরই প্রমাণ করার সুযোগ থাকছে বেশি।
- ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল
- প্রবাসীদের জন্য বড় সুখবর, বুধবার থেকেই কার্যকর
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
- পুলিশের হাতে আটক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
- আজ বাংলাদেশে ১৮,২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—মুহূর্তেই দেখি পাঁচ উইকেট নেই : তাসকিন
- এবার ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
- পটিয়া থানায় আসলে কী ঘটেছিল জানালেন ওসি
- ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু
- টানা ৩ দিনের ছুটি
- বাড়লো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ জুলাই ২০২৫)
- বাংলাদেশের ৪ দুর্ভাগা ক্রিকেটারের নাম বললেন সাকিব আল হাসান
- ভিসা নিয়ে সুখবর দিল আমেরিকা
- ‘মেগাস্টার’ শব্দে আপত্তি, শাকিব ভক্তদের উদ্দেশে যা বললেন জাহিদ হাসান
- তার ছাড়াই চলবে কারেন্ট : তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব