নয় আসরে বিপিএলের চ্যাম্পিয়ন যারা!

ঘড়িতে বাকি আরও কয়েক ঘণ্টা। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচে এই মৌসুমে দুই তারকা খচিত দল মুখোমুখি হচ্ছে।
এই দুটি ফ্র্যাঞ্চাইজি ২০২২ সালে দেখা হয়েছিল। শেষে পর্যন্ত বরিশাল কে হারিয়ে শিরোপা জেতে কুমিল্ল। টানা তৃতীয় শিরোপা জয়ের পথে ঢাকার পাশে বসেছে কুমিল্লা। এরপর আবার শিরোপা জিতে নেয় তারা। বিপিএলে সবচেয়ে সফল দল হিসেবে ৪ বার শিরোপা জিতেছে কুমিল্লা প্রতিনিধিরা।
২০১২ সালের বিপিএলের প্রথম আসরের ফাইনালে উঠেছিল বরিশাল ও ঢাকা। বরিশাল সাবার্স বরিশাল বার্নার্স নামে খেলেছে। ঢাকার প্রতিনিধি ছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। অধিনায়ক ব্র্যাড হজের দুর্দান্ত ৭০ রান বরিশালকে ১৪০ রানের পুঁজি এনে দেয়। কিন্তু পাকিস্তানের ইমরান নাজির (৭২) ও এনামুল হক বিজয়ের (৪৯ রান) সুবাদে ঢাকা ৮ উইকেটে সহজ জয় পায়।
দ্বিতীয় আসরেও শিরোপা যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে। তারা চিটাগং কিংসকে ৪৩ রানে হারিয়েছে। সেই একতরফা ফাইনালের পর বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধ্যায় শেষ হয়ে গেল। তর্কাতীতভাবে বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি।২০১৫ সালে অনুষ্ঠিত হয় বিপিএলের তৃতীয় আসর। ওই আসরে ফাইনালেই প্রথমবার দেখা হয়েছিল কুমিল্লা এবং বরিশালের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেবার শেষ বলের নাটকীয়তায় হারায় বরিশাল বুলসকে। তিন উইকেটের জয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা। ২০১৬ সালেই অবশ্য শিরোপা হারায় তারা। চতুর্থ বিপিএলে শিরোপা পুনরুদ্ধার করে ঢাকা। ফাইনাল ম্যাচে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস।
২০১৭ সালে পঞ্চম আসরের ফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে শিরোপা জয় করে রংপুর রাইডার্স। সেদিন ফাইনালে ঢাকার মাঠে ঝড় তুলেছিলেন ক্রিস গেইল। ১৪৬ রানের ওই ইনিংসেই শিরোপা ঘরে তুলেছিল রংপুর। বিপিএলে সফলতম অধিনায়ক মাশরাফির ৪ বারের শিরোপা জেতা হয়েছিল সেবারই।
২০১৯ সালে বিপিএলে দ্বিতীয় শিরোপা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা ডাইনামাইটসকে তারা উড়িয়ে দিয়েছিল তামিম ইকবালের ১৪১ রানের সুবাদে। কুমিল্লা জয় পায় ১৭ রানে। ২০২০ সালে শিরোপার স্বাদ পায় রাজশাহী রয়্যালস। ২১ রানে তারা হারিয়েছিল খুলনা টাইগার্সকে।
২০২২ সালে বিপিএলের অষ্টম আসরে ফের কুমিল্লার মুখোমুখি হয় বরিশাল। এবারেও শেষ হাসি ছিল গোমতীপাড়ের দলটির। শেষ বলের উত্তেজনায় মাত্র ১ রানের ব্যবধানে শিরোপা জেতে কুমিল্লা। আর সবশেষ ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ শিরোপা তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স!
বিপিএল রোল অব অনার
সাল চ্যাম্পিয়ন রানার-আপ
২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নার্স
২০১৩ ঢাকা গ্ল্যাডিয়েটর্স চিটাগাং কিংস
২০১৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলস
২০১৬ ঢাকা ডাইনামাইটস রাজশাহী কিংস
২০১৭ রংপুর রাইডার্স ঢাকা ডাইনামাইটস
২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডাইনামাইটস
২০২০ রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
২০২২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল
২০২৩ কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্স
- ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
- বাংলাদেশের ৪ দুর্ভাগা ক্রিকেটারের নাম বললেন সাকিব আল হাসান
- পুলিশের হাতে আটক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
- আজ বাংলাদেশে ১৮,২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- এবার ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু
- বাড়লো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ জুলাই ২০২৫)
- টানা ৩ দিনের ছুটি
- নিজের জীবন দিয়েও বড় ভাইকে বাঁচাতে পারলেন না ছোট ভাই
- ক্রিকেটে ভেঙ্গে গেল ৫১ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড
- তার ছাড়াই চলবে কারেন্ট : তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব
- ভিসা নিয়ে সুখবর দিল আমেরিকা
- ফুটবল বিশ্বে শোকের কালো ছায়া : মারা গেলেন লিভারপুলের বিশ্বসেরা ফুটবলার