| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিসিবিতে নির্বাচকের চেয়েও অনেক বড় পদ পেলেন নান্নু

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১১:৪৮:৪৬
বিসিবিতে নির্বাচকের চেয়েও অনেক বড় পদ পেলেন নান্নু

চলতি মাসে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন মিনহাজুল আবেদিন নান্নু। প্রায় এক যুগ পর এই পদ ছেড়েছেন তিনি। তার জায়গায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু-হানান সরকার-আবদুল রাজ্জাক নির্বাচক কমিটি।

নান্নু বাশারকে নির্বাচক কমিটি থেকে অপসারণ করা হলে সিবিএন সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নির্বাচকদের দায়িত্ব থেকে অপসারিত নান্নু ও হাবিবুল বাসার সুমনকে বিসিবিতে বহাল রাখা হবে। পরে আনুষ্ঠানিকভাবে মহিলা শাখার সভাপতি পদে নিযুক্ত হন সুমন। কিন্তু প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টি নান্নুদের হাতেই ছেড়ে দেওয়া হয়।

তবে সম্প্রতি বিপিএলের চট্টগ্রাম পর্বে নান্নু জানিয়েছিলেন, তিনি অনুষ্ঠান প্রধানের পদকেই প্রাধান্য দেবেন। অস্ট্রেলিয়ান ডেভিড মরসি ইতিমধ্যেই এই পদে আছেন। এবার বিসিবিতে নিজের পছন্দের পদে নিয়োগ পেয়েছেন নান্নু। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগে হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে মূলত কাজ করবেন নান্নু। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন তিনি। সার্বিকভাবে ক্রিকেটের সবকিছুর উন্নতিতেই চোখ থাকবে তাদের।

প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচক ছিলেন নান্নু। নানা আলোচনা-সমালোচনার পর গত ১২ ফেব্রুয়ারি বোর্ডসভায় তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবিতে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন নান্নু।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে