তামিম-সাকিবের লড়াইকে নিয়ে যা বললো বরিশালের ম্যানেজার
.jpeg&w=315&h=195)
জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের শেষ পর্ব। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দল ছাড়াও ভক্তদের আগ্রহের বড় জায়গা দেশের বড় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে বরিশালের কোচ বলেন, শিক্ষার্থীরা ব্যক্তিগত দ্বন্দ্বের কথা ভাবছে না।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আমরা নিজেদের খেলাটা উপভোগের চেষ্টা করি। তখন তামিম-সাকিবের জিনিসটা (দ্বৈরথ) আমাদের মাথায় আসে না। আমি চাই, আমরা যে দলে কাজ করি... তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। এই জিনিসটা উপভোগ করি। মাঠের খেলাটা উপভোগ করি। রাউন্ড রবিন লিগেও মুখোমুখি হয়েছিল দু’দল।
যেখানে সাকিবের বলে ব্যাট করেছিলেন তামিম। আবারও সেই মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গে বাবুল বলেন, ‘বল টু বল খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বোলিং করছে তা দেখে না। সেটা ভালো বল না খারাপ বল... বল দেখে ক্রিকেট খেলা হয়, চেহারা দেখে খেলা হয় না। আর আমি ইদানিং দেখছি, খুবই চলছে সাকিব-তামিম আমার মনে হয়, এটা স্বাভাবিক একটা জায়গায় এলে ভালো হয়। সবাই ভালো থাকে।
এদিকে রংপুর দলে রয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি। এই পেসারের বলেও আন্তর্জাতিক ম্যাচে অনেকবারই আউট হয়েছেন তামিম। সে অবস্থা থেকে এই দেশসেরা ওপেনার বের হয়ে এসেছেন বলে মত বরিশাল কোচের, ‘আমার মনে হয়, ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন আর ওই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ তামিমও খুব ভালো অবস্থানে আছে। আর বললাম তো, দুই-তিন বছর আগের ঘটনা।
এখন সেটা পুনরাবৃত্তি ঘটার কোনো কারণ দেখছি না।’ উল্লেখ্য, চলতি বিপিএলের প্লে-অফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুরু করেছে তামিমের দল বরিশাল। রাউন্ড রবিন পর্বের পয়েন্ট টেবিলে সেরা দুইয়ের বাইরে থাকায় তারা ফাইনালে উঠতে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে।
তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট দল সাকিবের বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল-রংপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।
- ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল
- প্রবাসীদের জন্য বড় সুখবর, বুধবার থেকেই কার্যকর
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
- পুলিশের হাতে আটক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
- বাংলাদেশের ৪ দুর্ভাগা ক্রিকেটারের নাম বললেন সাকিব আল হাসান
- আজ বাংলাদেশে ১৮,২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- এবার ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
- কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—মুহূর্তেই দেখি পাঁচ উইকেট নেই : তাসকিন
- পটিয়া থানায় আসলে কী ঘটেছিল জানালেন ওসি
- ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু
- টানা ৩ দিনের ছুটি
- বাড়লো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ জুলাই ২০২৫)
- তার ছাড়াই চলবে কারেন্ট : তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব
- ভিসা নিয়ে সুখবর দিল আমেরিকা
- নিজের জীবন দিয়েও বড় ভাইকে বাঁচাতে পারলেন না ছোট ভাই