অভিষেকেই ম্যাচসেরা, যা বললেন নিশাম

বিপিএলে অভিষেক হতে গতকাল ঢাকায় পা রাখলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। আজ শনিবার তিনি মাঠে নামেন। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ ব্যাটে বলে দক্ষতায় ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। ব্যাট হাতে ২৬ বলে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেটও নেন তিনি। তার দল ৫৩ রানের বড় ব্যবধানে জিতেছে। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা নিশামের কাছে প্রথমেই জানতে চাওয়া হয় বিপিএলের অভিজ্ঞতা নিয়ে। জবাবে তিনি বলেন, 'এখন পর্যন্ত ভালোই।
গতকাল সকালে এলাম, দলের সাথেই আছি, অনুশীলনও করেছি। খুবই মানসম্পন্ন একটা দল। আমি আসার আগে থেকেই ওরা পয়েন্ট টেবিলের শীর্ষে। চাপ সামলে এই মোমেন্টাম ধরে রাখতে হবে। আজকের ম্যাচ নিয়ে আমি খুবই খুশি। এই উইকেটে টপ অর্ডার যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। ৬ নম্বরে নেমে আমার জন্য মোমেন্টাম টেনে নেওয়া খুব সহজ ছিল।' বাংলাদেশে পৌঁছেছেন গতকাল, আজকেই খেললেন ম্যাচ এমন প্রশ্নের জবাবে নিশাম বলেন, 'এটা আসলে নতুন কিছু না।
গত কয়েক বছর ধরেই ক্রিকেট এমন চলছে। অনেক ভ্রমণ, এখানে ওখানে যাওয়া, টি-২০ লিগের আধিপত্য। আমি আগেও এভাবে খেলেছি, নতুন কিছু না। এই কন্ডিশনেও অতীতে খেলা হয়েছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে হয়ত আপনি নেমেই মারা শুরু করবেন, তবে এখানে আগে উইকেটে কিছুটা সময় কাটাতে হবে মানিয়ে নেওয়ার জন্য। প্রথম ১০ ওভারের কারণে আমার জন্য খেলা সহজ হয়ে গিয়েছিল, ক্রিজে নেমেই চড়াও হতে পেরেছি।
মানিয়ে নেওয়ার বিষয় নিয়ে নিশাম জানান, 'বিশ্বজুড়ে যখন খেলে বেড়াবেন, তখন মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। নিজেরও দায়িত্ব আছে। সামনে কী হতে পারে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হয়। কোচ অধিনায়করা তো থাকেই। তাই দিনশেষে দায়িত্বটা নিজের। টেকনোলোজির কারণে প্রস্তুতি খুব কঠিন কিছু না। অনেকের সঙ্গে আবার আগে খেলা হয়েছে।'
- ভারত-পাকিস্তানকে সতর্ক করে যে ঘোষণা দিলো আফগানিস্তানের তালেবান
- এএসপি আত্মহত্যার আসল কারণ জানালেন তার ভাই
- ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার
- 'অপারেশন সিন্দুর'-এর পর বন্ধ হয়ে যাবে আইপিএল
- নতুন আইনের ইঙ্গিত, শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ বড় সিদ্ধান্ত
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- সৌদিতে ১৭ হাজার বাংলাদেশি গ্রেপ্তার : আসল তথ্য যা জানা গেল
- স্বর্ণের দাম আজ হঠাৎ কত হলো জানেন
- ভারতে ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি