নিজের স্ত্রীকে নিয়ে আপন বাবার বিরূপ মন্তব্যের কড়া জবাব দিলেন জাদেজা

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং তার স্ত্রী রিভাবাকে নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। তবে প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে নতুন অভিযোগের কথা শোনা যাচ্ছে। ফের একবার গুরুতর অভিযোগ এল অলরাউন্ডারের বাবার কাছ থেকে। জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজার দাবি, পুত্রবধূ রিভাবার কারণে পারিবারিক কলহ। স্ত্রীর তরফে বাবার মন্তব্যের জবাব দেন জাদেজা।
গুজরাটি সংবাদমাধ্যম ‘দিব্য ভাস্কর’–এ দেওয়া সাক্ষাৎকারে প্রথম বিষয়টি সামনে আনেন অনিরুদ্ধসিং। যা নিয়ে পরে ভারতের অন্যান্য সংবাদমাধ্যমও প্রতিবেদন করেছে। তাই মুখ খুলতে অনেকটা বাধ্যই হয়েছেন জাদেজা। ৩৫ বছর বয়সী এই তারকা তার বাবার সমালোচনা করে একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স)। এর আগে সাক্ষাৎকারে অনিরুদ্ধসিং বলেন, ‘আপনি কি চান সত্য কথা বলি? রবীন্দ্র এবং তার স্ত্রী রিভাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তাদের কল (ফোন) দিই না, তারাও আমাদের কল (ফোন) দেয় না। তাদের বিয়ের দুই থেকে তিন মাস পরই সমস্যার সূত্রপাত।
এখন আমি জামনগরে একাই থাকি। আর রবীন্দ্র আলাদা বাংলোয় থাকে। একই শহরে থাকলেও আমাদের দেখা হয় না। তার স্ত্রী তাকে কী জাদু করেছে আমি জানি না। তিনি আরও বলেন, ‘সে (জাদেজা) আমার ছেলে আর এ ব্যাপারটাই আমাকে পোড়ায়। এখন মনে হয় তাকে যদি বিয়ে না করাতাম! সে ক্রিকেটার না হলেও ভালো হতো। তাহলে এখন আর এসব সমস্যায় পড়তে হতো না।’ বিয়ের তিন মাসের মধ্যে সে (রিভাবা) আমাকে বলেছে, সবকিছু তার নামে লিখে দিতে হবে। এটা নিয়ে পরিবারে কলহ তৈরি করে সে।
সে পরিবারের অংশ হতে চায়নি, স্বাধীন জীবন চেয়েছে। আমার কিংবা ন্যয়নাবার (জাদেজার বোন) ভুল হতে পারে কিন্তু আপনি বলুন তো, আমার পরিবারের ৫০ জন সদস্য কি একসঙ্গে ভুল করতে পারে? পরিবারের কারও সঙ্গে সম্পর্ক নেই শুধু ঘৃণা ছাড়া। আমি কোনো কিছু লুকাতে চাই না। গত পাঁচ বছর নিজের নাতনির মুখও দেখিনি।’ পরবর্তীতে সেই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। যা দেখে নিজের এক্স অ্যাকাউন্টে জবাব দিয়েছেন জাদেজা।
গুজরাটি ভাষায় তিনি লিখেছেন, ‘সাজানো সাক্ষাৎকারে কী বলা হলো, আসুন সেসব বর্জন করি। সন্দেহজনক সাক্ষাৎকারে যা কিছু বলা হয়েছে সেসব অর্থহীন এবং মিথ্যা। সেগুলো একপক্ষীয় মন্তব্য, যা আমি অস্বীকার করি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাটা অনুচিৎ এবং নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে কিন্তু সবার সামনে সেগুলো না বলাই ভালো।’ উল্লেখ্য, ২০১৬ সালে রিভাবাকে বিয়ে করেন জাদেজা।
পরের বছরই এই দম্পতির ঘরে কন্যাসন্তান নিধ্যানার আগমন হয়। জাদেজার স্ত্রী রিভাবা বিজেপি থেকে জামনগর উত্তরের বর্তমান এমএলএ। যেখানে তিনি কংগ্রেস থেকে নির্বাচনে দাঁড়ানো জাদেজার বোন ন্যয়নাবাকে হারিয়ে এমএলএ হয়েছেন।
- রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল
- বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কিনা, জানিয়ে দিল আইসিসি
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনেনিন সূচি
- মরার উপর খাঁড়ার ঘা! ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ, এখন ভরসা একটাই
- ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের তানভীর ইসলাম
- ২৫ মিনিটে ৬ গোল, বাংলাদেশের ম্যাচে চলছে গোল উৎসব
- ৭৫ মিনিটের খেলা শেষ, জেনেনিন সর্বশেষ ফলাফল
- শান্তর পর দল থেকে বাদ পড়লেন আরও এক ক্রিকেটার, আবারও দল ঘোষণা করল বিসিবি
- আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
- টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাস পাল্টে দিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড
- জানেন আজ কত টাকা ভরিতে স্বর্ণ বিক্রি হবে
- আবারও বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (৫ জুলাই ২০২৫)
- ফিফা ক্লাব বিশ্বকাপে ৩ গোলের নাটকীয় কোয়ার্টার ফাইনাল
- যে ক্রিকেটারকে হারিয়ে এখন কাঁদছে বাংলাদেশ ক্রিকেট
- রেকর্ড দামে দল পেলেন সঞ্জু স্যামসন