| ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রংপুর রাইডার্স মুমিনুলকে দলে যুক্ত করার পিছনে রয়েছে গোপন রহস্য

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৭:২৯:৩৩
রংপুর রাইডার্স মুমিনুলকে দলে যুক্ত করার পিছনে রয়েছে গোপন রহস্য

বিপিএলের এই পর্যায়ে এসে রংপুর রাইডার্স হঠাৎ করেই মুমিনুল হককে কেন তাঁদের দলে ভিড়িয়েছে এই জায়গাটাতে রংপুর রাইডার্সের সঙ্গে অন্য টিমের টিম ম্যানেজমেন্ট এবং টিম অ্যানালিসিসের পার্থক্যের জায়গাটা। একটা বিষয় খেয়াল করে দেখেন বিপিএল এখন কোন স্টেজে আছে আর মাত্র এক দিন পর বিপিএল চলে যাচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মোমিনুল হক সৌরভের সবচাইতে প্রিয় ভেন্যুগুলোর একটি কিংবা সবচাইতে প্রিয় ভেন্যুইন। ইন ফ্যাক্ট আপনি যদি মমিনুলের বিপিএল ক্যারিয়ার টা চিন্তা করেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাঁর ট্র্যাক রেকর্ড খেয়াল করে দেখেন ৪টা হাফ সেঞ্চুরি আছে। মুমিনুল হককে সবাই আসলে চীনে ছিল ২০১২ সালের বিপিএলের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১টা হাফ সেঞ্চুরি মারার মাধ্যমে।

যেহেতু বিপিএলের আর এক দিন পর রংপুর রাইডার্স ৪টা ম্যাচ খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রোতাদের টপ অর্ডারের একটা ব্যাকআপ অপশন হিসেবে এমন কাউকে দলে নেওয়াযার ওই পার্টিকুলার গ্রাউন্ডে ট্র্যাক রেকর্ডটা অনেক বেটার এটাই কিন্তু আসলে একজন টিম অ্যানালিস্টের বা টিমের অ্যানালিসিসের অনেক বড় পার্টের জায়গাটা যে আমি আমার স্ট্রেন্থ সত্যিকার অর্থে কিভাবে নেবো।

আরেকটা ব্যাপার আছে তা হচ্ছে অনেকেই ভাবেন মুমিনুল হক হয়তো বা টি ২০ প্রোডাক্ট না বা টি টোয়েন্টিতে তিনি আসলে চলেন না। কারণ দীর্ঘ ভার্ষণে তিনি বাংলাদেশের প্রাইম ব্যাটার কিন্তু সত্যিকার অর্থে আমি আপনাদেরকে আর একটি পরিসংখ্যান যদি দেই বিপিএলের গত ৫ সিজনে ৯০ প্লাস ইনিংস লোকাল ব্যাটারদের মধ্যে খেলেছেন চার জন ব্যাটার। তামিম ইকবালের ২টা, মুশফিকুর রহিমের ২টা, নাজমুল শান্তর ১, এবং মুমিনুল হকের একটা। সেটা ৯১ রানের ইনিংস, ২০২০-২১ মৌসুমে বিপিএল হয়েছিল সেই বিপিএলে মুমিনুল হক ঢাকা প্লাটুনের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯১ প্লাস রানের ১টা ইনিংস তিনি খেলেছিলেন। তো টি ২০ ক্রিকেটেও তাঁর কাছ থেকে প্রোডাক্টিভিটি আদায় করা যায় সেটা কিন্তু ঢাকা প্লাটুন সেই বছর দেখিয়েছিল ৷ ওই বছর ঢাকা প্লাটুন টিমের কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্যার ছিলেন।

যদিও এর পরে লাস্ট যে সিজনটা মুমিনুল খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সেই জায়গাটা তিনি কার্যকারিতা দেখাতে পারেননি। কিন্তু সত্যিকার অর্থে মোমিনুলকে কোনও টিম নেবে না বিপিএলে এটা ১টা অবাক করা বিষয়। কারণ এত এত প্লেয়ার খেলেন অনেক লো প্রোফাইল প্লেয়াররা তারা লোকাল কোঠায় খেলে যাচ্ছেন সেই জায়গাটি মোমিনুল হকের মতো এরকম একজন প্রাইম ব্যাটার বাংলাদেশ ক্রিকেটে। হতে পারে তিনি টি টোয়েন্টির জন্য ভালো না, কিন্তু আবার টি টোয়েন্টির জন্য তিনি এতটা খারাপও না তাকে আপনি আসলে কীভাবে ইউস করছেন সেটা অনেক বড় ফ্যাক্টর হিসাবে দাঁড়ায়।

রংপুর রাইডার্স যদি তাদের টপ অর্ডারের প্রোডাক্টিভিটি যাচাইয়ের জন্য মমিনুল হকে দলে নিয়ে থাকে, বিশেষ করে বাবর আজম যে সময় নাই যদিও দাবিদ মালান আসছেন সেটা আমরা জানি। কিন্তু তারপর আর ১টা ব্যাকআপ অপশন হিসেবে অবশ্যই মুমিনুল হক সরব কার্যকরী ভূমিকা রাখতে পারেন। আমার কাছে মনে হয় তাঁর কাছ থেকে যদি আপনি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি আদায় করতে চান, টেস্ট ম্যাচ ক্রিকেটে দেখবেন তিনি প্রচুর পরিমাণে শট খেলেন তো তাঁকে ইনার সার্কেলের বাইরে যখন দুজন ফিল্ডার, এই সময়ে তার কাছ থেকে প্রোডাক্টিভিটি আমার কাছে মনে হয়, সব চাইতে বেশি আদায় করা সম্ভবত। রংপুর ম্যানেজমেন্ট চাইলে এই সময় তাঁকে ১টা ব্যাকআপ অপশন কিংবা এমনও হতে পারে তাকে মেন অপশন হিসাবে হয়তোবা তারা খেলে দিতে পারে।

রংপুর ম্যানেজমেন্ট এই কারণেই সত্যিকার অর্থে অন্য টিমের চাইতে আলাদা যে তারা এই এনালাইসিস টা করে মমিনুল সৌরভকে দলে ভিড়িয়েছে । লাস্ট পাঁচ বছর বিপিএলে ৯০ প্লাস যে চারজন ব্যাটার করেছেন তার মধ্যে মমিনুল একজন। তার মানে টি 20 ক্রিকেটে তাঁর কাছ থেকে প্রোডাক্টিভিটি আদায় করা।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে