| ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

গতকালের ম্যাচে তামিমের যে জায়গায় আর একটু ভালো করা দরকার ছিল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৪:৩৫:৫৭
গতকালের ম্যাচে তামিমের যে জায়গায় আর একটু ভালো করা দরকার ছিল

তামিম ইকবালের ৪৬ বলে ৪৯ রানের ইনিংসটা কেমন ছিল। এই ইনিংসে ১৮টি ডট বল ফেস করেছেন তামিম ইকবাল খান। একজন ওপেনার ১৮টি ডট বল ফেস করতে পারেন। এই জায়গাটা দোষের কিছু দেখি না। কিন্তু সত্যিকার অর্থে তামিম ইকবাল এই যে ১৮টি ডটবল ফেস করেছেন। এর বাইরে আরও ৩টি বাউন্ডারি স্কোরিং শট তামিম ইকবালের মারা উচিত ছিল।

যদি ৪৬ বলে ৬০ প্লাস রান হতো ধরে নিতাম যে প্রেসার চাপে ছিলেন ইনিংসটাকে রিকভারি করতে হয়েছে তা না হলে এই ইনিংসটাকে ভালো বলা যেত। অবশ্যই একটি বিষয় স্বীকার করতে হবে যে শুরুদিকে উইকেট পড়ে গেছে ২-৩টা সে হিসেবে রিকভারি করতে হয়েছে কিন্তু সত্যি কথা বলতে একজন ওপেনার ডট বল খেলতে পারেন। এ ব্যাপারে আসলে কোন সমস্যা নেই সেটাকে পুষিয়ে দেওয়াটা একজন ওপেনারকে ডেফিনিটলি বাউন্ডারি স্কোরিং রেশিওর জায়গাতে একটু প্রো অ্যাকটিভ হতে হয়।

ঐ জায়গাটা তামিম ইকবালকে একটু স্ট্রাগল করতে দেখা গেছে। ডেফিনিটলি ভাল কোয়ালিটি ফুল বল হলে একজন ব্যাটসম্যান ডট বল দিতে পারেন। কিন্তু কিছু স্ট্রাগলের জায়গাটা বরিশালের ইনিংসটাকে পিছিয়ে দিয়েছে তামিম ইকবাল। কিন্তু আবারও বলছি ডট বল একজন ওপেনার দিতেই পারেন।

কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রান তিনি করেছেন এটার সাথে আর ৩-৪ টি বাউন্ডারি স্কোরিং শটের সেট দুটি চার ও দুটি ৬ হলে যদি হতো তাহলে রানটা এই সময়ের মধ্যে ৬০ প্লাস হতো। তাহলে প্রেসার টা অনেক বেশি মাত্রায় রিলিস থাকত ফরচুন বরিশালের। শহিদুল যখন বোলিং করতে এসেছেন অফস্টাম্পের বাইরে ফুল স্টাম্প করিডরে একটি কমন করিডরে তামিম ইকবালকে তিনি বারবার সিঙ্গেলস হাতছাড়া করাচ্ছিলেন। প্রথমত যদি বাউন্ডারি মারতে না পারেন সেক্ষেত্রে ডেফিনিটলি সিং এর অপসন গুলো রাখতে হবে। শহিদুলকে দেখা যাচ্ছে একটি কমন প্যাটার্ন একটি কমন জায়গাতে তাঁকে বারংবার সিঙ্গলস বঞ্চিত করছিলেন বা স্কোরিং শট বঞ্চিত করেছিলেন। এটা একটি স্ট্রাগলিং পয়েন্ট মনে হয়েছে ওই জায়গাটাতে।

এবার নিহাদুজ্জামান যখন বোলিং করতে এসেছিলেন তখনও দেখা যাচ্ছিল যে বেশ কিছু বল যেগুলো আদতে আসলে স্কোর করার বল সেটা সিঙ্গল নেন কিংবা এই ধরনের বলগুলোতে অন্তত ২ টা চারর বের করে ফেলা উচিত এবং সহিদুল যখন বারংবার এই টাইপের ডেলিভারি করছেন, তামিম যে কোয়ালিটির ব্যাটার ওই ধরনের ব্যাটার তিনি হয়তোবা ওই জায়গা থেকে ১ টা চার বের করতে পারতেন। ইনিংসে বরিশাল একটা চাপে ছিল সেই পচাপ তামিম রিকভারি করেছেন। কিন্তু রিকভারি করে যদি সেটাকে পুষিয়ে দিতে না পারেন তাহলে সেই রিকভারি দিন শেষে কোনো কাজে আসে না অর্থাৎ তামিমের রিকভারিটা দিন শেষে কোনো কাজে আসেনি।

বিশেষ করে তিনি দুজন বোলারের বলে স্ট্রাগল করে যাচ্ছিলেন। এক শহিদুল আরেকটা নিহাদুজ্জামান। যে ওভারে তিনি আউট হয়েছেন তখন অলরেডি তিনি ৪২বল খেলে ফেলেছেন। ওই সময়ও পরপর দুই বলে যখন তামিম ইকবাল স্কোরিং শট বঞ্চিত হলেন তখন সেই জায়গাটা একটু দৃষ্টিকটু অবশ্যই লেগেছে। তামিম যে ক্লাসের ব্যাটার তাঁর কাছ থেকে এই রিকভারিটা ডেফিনিটলি আশা করার মতো ছিল। রিকভারিটা ১০০% হয়নি যে কারণে ম্যাচটা ফরচুন বরিশাল জিততে পারেনি।

ক্রিকেট

সিপিএলে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের জয়

সিপিএলে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের জয়

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ এক রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের ...

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মাঠে গড়াচ্ছে নানা প্রতিযোগিতার একাধিক রোমাঞ্চকর ম্যাচ। ক্যারিবিয়ান প্রিমিয়ার ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button