| ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গতকালের ম্যাচে তামিমের যে জায়গায় আর একটু ভালো করা দরকার ছিল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৪:৩৫:৫৭
গতকালের ম্যাচে তামিমের যে জায়গায় আর একটু ভালো করা দরকার ছিল

তামিম ইকবালের ৪৬ বলে ৪৯ রানের ইনিংসটা কেমন ছিল। এই ইনিংসে ১৮টি ডট বল ফেস করেছেন তামিম ইকবাল খান। একজন ওপেনার ১৮টি ডট বল ফেস করতে পারেন। এই জায়গাটা দোষের কিছু দেখি না। কিন্তু সত্যিকার অর্থে তামিম ইকবাল এই যে ১৮টি ডটবল ফেস করেছেন। এর বাইরে আরও ৩টি বাউন্ডারি স্কোরিং শট তামিম ইকবালের মারা উচিত ছিল।

যদি ৪৬ বলে ৬০ প্লাস রান হতো ধরে নিতাম যে প্রেসার চাপে ছিলেন ইনিংসটাকে রিকভারি করতে হয়েছে তা না হলে এই ইনিংসটাকে ভালো বলা যেত। অবশ্যই একটি বিষয় স্বীকার করতে হবে যে শুরুদিকে উইকেট পড়ে গেছে ২-৩টা সে হিসেবে রিকভারি করতে হয়েছে কিন্তু সত্যি কথা বলতে একজন ওপেনার ডট বল খেলতে পারেন। এ ব্যাপারে আসলে কোন সমস্যা নেই সেটাকে পুষিয়ে দেওয়াটা একজন ওপেনারকে ডেফিনিটলি বাউন্ডারি স্কোরিং রেশিওর জায়গাতে একটু প্রো অ্যাকটিভ হতে হয়।

ঐ জায়গাটা তামিম ইকবালকে একটু স্ট্রাগল করতে দেখা গেছে। ডেফিনিটলি ভাল কোয়ালিটি ফুল বল হলে একজন ব্যাটসম্যান ডট বল দিতে পারেন। কিন্তু কিছু স্ট্রাগলের জায়গাটা বরিশালের ইনিংসটাকে পিছিয়ে দিয়েছে তামিম ইকবাল। কিন্তু আবারও বলছি ডট বল একজন ওপেনার দিতেই পারেন।

কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রান তিনি করেছেন এটার সাথে আর ৩-৪ টি বাউন্ডারি স্কোরিং শটের সেট দুটি চার ও দুটি ৬ হলে যদি হতো তাহলে রানটা এই সময়ের মধ্যে ৬০ প্লাস হতো। তাহলে প্রেসার টা অনেক বেশি মাত্রায় রিলিস থাকত ফরচুন বরিশালের। শহিদুল যখন বোলিং করতে এসেছেন অফস্টাম্পের বাইরে ফুল স্টাম্প করিডরে একটি কমন করিডরে তামিম ইকবালকে তিনি বারবার সিঙ্গেলস হাতছাড়া করাচ্ছিলেন। প্রথমত যদি বাউন্ডারি মারতে না পারেন সেক্ষেত্রে ডেফিনিটলি সিং এর অপসন গুলো রাখতে হবে। শহিদুলকে দেখা যাচ্ছে একটি কমন প্যাটার্ন একটি কমন জায়গাতে তাঁকে বারংবার সিঙ্গলস বঞ্চিত করছিলেন বা স্কোরিং শট বঞ্চিত করেছিলেন। এটা একটি স্ট্রাগলিং পয়েন্ট মনে হয়েছে ওই জায়গাটাতে।

এবার নিহাদুজ্জামান যখন বোলিং করতে এসেছিলেন তখনও দেখা যাচ্ছিল যে বেশ কিছু বল যেগুলো আদতে আসলে স্কোর করার বল সেটা সিঙ্গল নেন কিংবা এই ধরনের বলগুলোতে অন্তত ২ টা চারর বের করে ফেলা উচিত এবং সহিদুল যখন বারংবার এই টাইপের ডেলিভারি করছেন, তামিম যে কোয়ালিটির ব্যাটার ওই ধরনের ব্যাটার তিনি হয়তোবা ওই জায়গা থেকে ১ টা চার বের করতে পারতেন। ইনিংসে বরিশাল একটা চাপে ছিল সেই পচাপ তামিম রিকভারি করেছেন। কিন্তু রিকভারি করে যদি সেটাকে পুষিয়ে দিতে না পারেন তাহলে সেই রিকভারি দিন শেষে কোনো কাজে আসে না অর্থাৎ তামিমের রিকভারিটা দিন শেষে কোনো কাজে আসেনি।

বিশেষ করে তিনি দুজন বোলারের বলে স্ট্রাগল করে যাচ্ছিলেন। এক শহিদুল আরেকটা নিহাদুজ্জামান। যে ওভারে তিনি আউট হয়েছেন তখন অলরেডি তিনি ৪২বল খেলে ফেলেছেন। ওই সময়ও পরপর দুই বলে যখন তামিম ইকবাল স্কোরিং শট বঞ্চিত হলেন তখন সেই জায়গাটা একটু দৃষ্টিকটু অবশ্যই লেগেছে। তামিম যে ক্লাসের ব্যাটার তাঁর কাছ থেকে এই রিকভারিটা ডেফিনিটলি আশা করার মতো ছিল। রিকভারিটা ১০০% হয়নি যে কারণে ম্যাচটা ফরচুন বরিশাল জিততে পারেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

নাসির, সাব্বির, ইমরুল,ও মিথুনকে নিয়ে যা বললেন সাকিব

নাসির, সাব্বির, ইমরুল,ও মিথুনকে নিয়ে যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব কখনোই ছিল না। কিন্তু সেই প্রতিভাকে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা ...

যে ক্রিকেটারকে হারিয়ে এখন কাঁদছে বাংলাদেশ ক্রিকেট

যে ক্রিকেটারকে হারিয়ে এখন কাঁদছে বাংলাদেশ ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় নাম যদি কারও হয়, তিনি নিঃসন্দেহে সাকিব ...

ফুটবল

বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোলবন্যায় প্রথমার্ধেই ৭ গোল

বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোলবন্যায় প্রথমার্ধেই ৭ গোল

নিজস্ব প্রতিবেদক:এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বের ম্যাচে টানা দুই ম্যাচ জিতে আগে এশিয়ান ...

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক:নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রথমার্ধেই যা দেখিয়েছে বাংলাদেশ, সেটাই যথেষ্ট ছিল তুর্কমেনিস্তানকে ...



রে