| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিলো নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১২:৫০:০৫
টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিলো নিউজিল্যান্ড

জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই ব্যস্ত এসএ টি-টোয়েন্টিতে। ঠিক এই অজুহাতে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার ছাড়াই নিউজিল্যান্ড সফর করেছিল। এই আনকোরা ক্রিকেটারদের বিপক্ষে খুব একটা বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডের। তাও পাইনি। প্রোটিয়াদের হাসিমুখে ধ্বংস করে দিল নিউজিল্যান্ড।

৫২৮ রানের টার্গেটে ব্যাট করে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকার পক্ষে অসম্ভব ছিল। যারা প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছিল তাদের কাছে এমন টার্গেট সম্পূর্ণ অতিরঞ্জিত। দ্বিতীয়ার্ধে দলটি ২৪৭ রান করে। হারের ব্যবধান ২৮১ পয়েন্ট। রানের নিরিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়।

রান তাড়া করতে নেমে চার ওভারে দুই ওপেনার হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে জমেছিল মোট ২৮ রান। তৃতীয় ওভারে প্রোটিয়া অধিনায়ক ব্র্যান্ডটকে বোল্ড করেন কিউই অধিনায়ক সাউদি। প্রথম ইনিংসে ১৭ রানে আউট হওয়া ব্র্যান্ড আজ করেছেন ২১ রান। নেতা হিসেবে যাত্রা তার জন্য খুব একটা সুখকর ছিল না। পরের ওভারে আরেক ওপেনার এডওয়ার্ড মুর কোনো রান না করে ফিরে যান ম্যাট হেনরির কাছে।

এরপর যোবায়ের হামজা ও রাইয়ার্ড ফন টন্ডারের ৬৩ রানের জুটিতে ছিল কিছুটা প্রতিরোধ। কিউই পেসার কাইল জেমিসন ভাঙেন তাদের এই জুটি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানের মাথায় আউট করেন এই পেসার।

এই দুই উইকেটের পর আরও একটা বড় জুটি এসেছে কিগান পিটারসেন এবং ডেভিড বেডিংহ্যামের হাত ধরে। ১৪৩ বলে ১০৫ রানের জুটি করেন তারা। পুরো জুটিতে বেডিংহাম একাই করেছেন ৮৬ রান। দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ সংগ্রাহকও তিনি। আর ১৬ রান প্যাটারসনের। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের তৃতীয় শিকার হন বেডিংহাম।

২ ওভার ও ৩ রানের মধ্যে দুজনের বিদায়ের পর শুধু হারটাই বাকি ছিল প্রোটিয়াদের। শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তুলেন রুয়ান ডি সোয়ার্ট ও ডেন প্যাটারসন। ২৪ বলে ২৪ রানের জুটি করে দলীয় ইনিংস ২৪৭ রান পর্যন্ত নিয়ে যাণ তারা। সোয়ার্ট করেছেন ৩৬। আর ডেনের সংগ্রহ ১৫ রান।

অবশ্য নিজেদের এমন প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবেন দক্ষিণ আফ্রিকার তরুণ খেলোয়াড়রা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫১১ রানের বিপরীতে তারা অলআউট হয়েছিল মোটে ১৬২ রান করে। দ্বিতীয় ইনিংসে ১৭৯ রানেই ৪ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। এরপর ৫২৮ রানের টার্গেটে তাদের ইনিংস থেমেছে ২৪৭ রানে। ২৪০ রান এবং ২ উইকেটের সুবাদে ম্যাচসেরা হয়েছেন রাচিন রবীন্দ্র।

ক্রিকেট

এশিয়া কাপের আগে বড় প্রস্তুতি বাংলাদেশের

এশিয়া কাপের আগে বড় প্রস্তুতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের আগে শক্তিশালী প্রস্তুতির জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নারী ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button