সাকিবের রানে ফেরা ম্যাচে জয়ের পর যা বললেন রংপুরের অধিনায়ক!

চলতি প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ব্যাট হাতে রান করেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের বিপক্ষে ব্যাট হাতে ২০ বলে ৩৪ রান করেন তিনি। এছাড়া ১৬ রান খরচায় ৩ উইকেটও নেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পর থেকেই যেন ব্যাটার সাকিবকে ভুলতে বসেছিল সবাই।
চোখ নিয়ে মাস খানেক ধরে বেশ ভুগছেন। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছিল না। চোখের সমস্যার প্রভাব পড়ছিল তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না।দুই ম্যাচে করেছিলেন শূন্য রান। গত ম্যাচেও গোল্ডেন ডাক। সেসব পার করে আজ খেলেছেন চোখে পড়ার মত এক ইনিংস। তবে সাকিব আজ ব্যাটিংয়ে আসার পর স্পিনারদেরই খেলেছেন।
সংবাদ সম্মেলনে আসা নুরুল হাসান সোহানের কাছে জানতে চাওয়া হয় পেসাররা বল করলে সাকিবের খেলতে সমস্যা হতো কি না। জবাবে সোহান বলেন, 'ক্রিকেট আসলে প্রেডিক্ট করে হয় না। কি হতো কি হতো না সেটা আমি বলতে পারবো না। সিচুয়েশন অন্যরকম হলে দেখা যেতো তখন কি হয়'।
সাকিবকে এখন থেকে অলরাউন্ডার হিসেবে পাওয়া যাবে কি না এমন প্রশ্নে সোহান বলেন, 'আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয় যে, যখনই আমি কোনো দলের অধিনায়কত্ব করি দলের প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমার চাওয়া থাকে, সময়মতো কে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে। শুধু অলরাউন্ডারিং পারফর্ম নয়, বা ধরেন একটা ব্যাটার রান করলো না, সে ফিল্ডিংয়ে রান আউট করে বা একটা চার সেভ করে দলের জন্য অবদান রাখতে পারে।'
'আমার কাছে এটাই সবসময় ম্যাটার করে। টিম ম্যানেজমেন্ট আর আমাদের এ খেলোয়াড়রা আছে সবার ভেতর সেটাই আছে যে, যার যতটুকু দরকার ততটুকু কন্ট্রিবিউট করবো। অবশ্যই সাকিব ভাইয়ের আজকের পারফরম্যান্সের জন্য অনেক খুশি, এটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।
উনি যেভাবে আসলে নিজেকে তৈরি করার চেষ্টা করছিলেন, ফিরে আসার জন্য যে ডেডিকেশন ছিল...ওই জায়গা থেকে আমিও অনেকটা নির্ভার হলাম তাকে এভাবে খেলতে দেখে'-আরও যোগ করেন সোহান।
- শোক সংবাদ : জামায়াত আমির শফিকুর রহমানের পরিবারে শোকের ছায়া
- বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কিনা, জানিয়ে দিল আইসিসি
- বড় দু:সংবাদ : বিপদে বাংলাদেশ ক্রিকেট দল, মহাচিন্তায় অধিনায়ক মিরাজ
- ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের তানভীর ইসলাম
- অপারেশন সিঁদুরে পাকিস্থানের বিরুদ্ধে ভারতীয় সেনা নিহতের সংখ্যা জানলে চমকে যাবেন
- আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
- সকালে প্রথমে পানি না ব্রাশ? ৯০% মানুষ এই ভুলটি করে
- মাশরাফির যে এক কথাতেই ভাইরাল বাংলাদেশ ক্রিকেট
- আজ বাংলাদেশের বাজারে ১৮,২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- শেখ হাসিনার লন্ডন যাত্রা নিয়ে যা জানা গেছে
- নাভিতে যে তেল দিলেই মিলবে যৌ‘বন
- তছনছ হয়ে গেছে ক্রিকেটের রেকর্ডবুক, সৃষ্টি হলো নতুন ইতিহাস
- ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫: কার বিপক্ষে কে? চূড়ান্ত হলো সেমিফাইনাল সূচি!
- প্রবাসীদের জন্য সুখবর, ডলারসহ সব মুদ্রার সর্বশেষ হালনাগাদ রেট"
- ২০৫০ সালের মধ্যে হারিয়ে যাবে যে দেশ