| ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গিলের দুর্দান্ত শতকে ইংল্যান্ডকে চেপে ধরলো ভারত!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ফেব্রুয়ারি ০৪ ২০:০৭:১০
গিলের দুর্দান্ত শতকে ইংল্যান্ডকে চেপে ধরলো ভারত!

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন শুভমান গিল। তার ব্যাটের ওপর ভর করেই দলকে বড় লক্ষ্য এনে দেয় স্বাগতিকরা। ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলার পরও আক্ষেপ রয়েছে গিলের। একই সঙ্গে হোটেলে ফিরতেও ভয় পাচ্ছেন তিনি।

ভালো ব্যাটিং করেও ইনিংস বড় করতে না পারার জন্য আফসোস করেছেন গিল। একই সময়ে, তিনি যেভাবে আউট হয়েছেন তাতে তিনি খুশি নন। গিল বলেছেন: চা বিরতির জন্য মাত্র ৬-৭ অংশ বাকি আছে। তখন তার এমন বাজে শট খেলে আউট হওয়া উচিত হয়নি। ব্যাটিংয়ে কোনো সমস্যা না হওয়া সত্ত্বেও তিনি আউট হন। আমি যদি চা বিরতি পর্যন্ত চালিয়ে যেতাম তবে আমি আরও পয়েন্ট অর্জন করতে পারতাম।

এ দিন ভারতীয় ওপেনারের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন গিলের বাবা। ছেলে আউট হতেই নিজের আসন থেকে উঠে যান তিনি। গিলের এভাবে আউট হওয়াতে খুশি হননি তিনি। বাজে ভাবে আউট হওয়াতে বাবা কী বলবে সেই ভয়ে হোটেলে ফিরতেও ভয় পাচ্ছেন গিল। তিনি বলেন, ‘জানি না, বাবা কীভাবে বিষয়টা দেখছে। হোটেলে ফিরলে বুঝতে পারবো। কিন্তু এখন হোটেলে ফিরতেই ভয় লাগছে।’

ম্যাচ জিততে হলে সোমবার সকালের সেশন অতি গুরুত্বপূর্ণ বলে জানান গিল। তিনি বলেন, ‘কোনো বল বসছে আবার কোনো বল ঘুরছে। তবে উইকেটে টিকে থাকলে রান করা সম্ভব। আমরা ৭০-৩০ এগিয়ে। সোমবার সকালের সেশন খুব গুরুত্বপূর্ণ। সেই সময় আবহাওয়া বোলিংয়ের উপযুক্ত। শুরুতেই উইকেট তুলতে হবে আমাদের।’

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে