| ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

হঠাৎ ম্যাচের টিকিট ৪০০ গুণ বৃদ্ধি পেলে!

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ জানুয়ারি ২৮ ২০:৫৯:১৯
হঠাৎ ম্যাচের টিকিট ৪০০ গুণ বৃদ্ধি পেলে!

ইউর্গেন ক্লপ সর্বোচ্চ ফর্মে অ্যানফিল্ডে নয় বছর কাটিয়েছেন। যখন ক্লাবটি সত্তর এবং আশির দশকের দাপুটে নিজেকে খুঁজে পেতে সংগ্রাম করছিল, তখন ক্লপই তাদের পথ দেখিয়েছিলেন। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি। ৩০ বছর পর, এই কোচের জন্য তারা লীগ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু, ক্লপ বলেছেন, আর নয়। এবার লিভারপুলকে বিদায় জানালেন তিনি।

ক্লপের বিদায় সহজে মেনে নিতে প্রস্তুত নয় লিভারপুল ভক্তরা। কিন্তু ক্লপ বলেছেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।লিভারপুলে দম হারিয়ে ফেলেছেন তিনি। চলতি মৌসুমের পর দল ছাড়তে হবে তাকে। কিন্তু তার পর ভক্তদের আর কিছু বলার ছিল না। এই মুহুর্তে, তারা গণনা করছে কখন ক্লপ চলে যাবে।

ইউর্গেন ক্লপ এই মৌসুমের পরেই চলে যাবেন। অ্যানফিল্ডে তার শেষ ম্যাচ ওলভারহ্যাম্পটন হ্যাম্পশায়ারের বিপক্ষে। সেদিনই বিদায় জানানো হবে কিংবদন্তি বনে যাওয়া এই জার্মান কোচকে। সেই ম্যাচ মাঠে গড়াবে মে মাসের ১৯ তারিখ। কিন্তু ক্লপের বিদায়ী সেই ম্যাচের জন্য এখন থেকেই চলছে তুমুল দরদাম। যা দেখে চোখ কপালে উঠতে পারে যে কারোরই।

ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, এখন পর্যন্ত যা অবস্থা, তাতে রেকর্ড দামেই ক্লপের শেষ ম্যাচের টিকিট কিনছেন ভক্তরা। এমনি ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকেটের। গায়ের মুল্যে ৬০ পাউন্ড লেখা থাকলেও কিছু কিছু টিকিট কিনতে প্রায় সাড়ে ২৪ হাজার পাউন্ড খরচ করতে হচ্ছে সমর্থকদের। যার অর্থ, একটি টিকিট কিনতে ৪০৮ গুণ বেশি দাম দিতে হচ্ছে।

তবে এগুলো লিভারপুলের বিখ্যাত কপ এন্ডের পেছনে থাকা প্রাইম সিটের টিকিটের দাম। এখানেই অবশ্য শেষ না। একেবারেই সস্তা টিকিটও বিক্রি হচ্ছে ২ হাজার পাউন্ডে। দামের পার্থক্য কত বেশি তার উদাহরণ দিতে গিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ২০১৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী ম্যাচে টিকিটের দাম ছিল মোটে ৩ হাজার পাউন্ড।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের প্রধান কোচের দায়িত্ব নেন ক্লপ। এরপর জার্মান এই মাস্টারমাইন্ড অসংখ্য সাফল্য এনে দিয়েছেন অ্যানফিল্ডের দলটিকে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপসহ এমন কোনো শিরোপা বাকি নেই— যা ক্লপের হাতে ধরা দেয়নি। তবে সেসব অতীতের সুখস্মৃতি রেখে এখনই থামতে চান তিনি।

ক্রিকেট

বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড

বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের উপস্থিতিই ম্যাচের চেহারা বদলে দেয়। তাঁদের ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সিরি-এ ফুটবলে ঘরের মাঠ মারাকানায় ১৮তম রাউন্ডে গ্রেমিওকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্সে। ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button