তামিমকে পিছনে ফেলে বিপিএলে সবার শীর্ষে মুশফিক

মাত্র একদিন আগে (সোমবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। একইসঙ্গে বিপিএলে সর্বোচ্চ রান ছিল তার। পরদিন (মঙ্গলবার) তিন হাজার রানের ছোঁয়ার পাশাপাশি মুশফিকুর রহিম তামিমও পার করেন। ৩,০৩৮ পয়েন্ট নিয়ে 'মিস্টার ডিফেন্ডেবল' এখন বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক।
বিপিএলের তৃতীয় ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে বরিশাল। চলতি মৌসুমে বরিশালের হয়ে খেলছেন মুশফিক ও তামিম দুজনই। ফলে একই দলের সদস্য হলেও ব্যক্তিগত অর্জন নিয়ে তাদের মধ্যে ইতিমধ্যেই শীতল যুদ্ধ চলছিল। আজ দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৬২ পয়েন্ট করে তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক।
চলতি বিপিএলে বেশ ধারাবাহিক ব্যাটিং করছেন টাইগারদের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আগের ম্যাচেও তিনি দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছিলেন। আজ ৬২ রান করার পথে ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কার বাউন্ডারি খেলেছেন মুশফিক। ব্যাট করেছেন ১৪০-এর বেশি স্ট্রাইকরেটে। তার ব্যাটে চড়ে মূলত দেড়শ পেরোনো সংগ্রহ পায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে তারা কুমিল্লাকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে।
এর আগে বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিন হাজার রানের মাইলফলকে পৌঁছানো তামিমের ব্যাটে এখন পর্যন্ত এসেছে ৩০২৪ রান। কেবল রানের দিক থেকেই নয়, গড় এবং স্ট্রাইক রেটের দিক থেকেও তামিমের ওপরে আছেন মুশফিক। বিপিএলে ১১৪ ম্যাচে তিনি প্রায় ১৩৪ স্ট্রাইকরেট ও ৩৮.৪৫ গড়ে ব্যাট করেছেন।
অন্যদিকে, তামিম দেশের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এখন পর্যন্ত খেলেছেন ৯৪টি ম্যাচ। যেখানে তিনি ৩৭.৮৫ গড় এবং ১২২.৭৭ স্ট্রাইকরেট নিয়ে ব্যাট করেছেন। এছাড়া বিপিএলের সর্বোচ্চ রানের দিক থেকে সেরা পাঁচে যথাক্রমে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৩৩), ইমরুল কায়েস (২২৫৪) ও এনামুল হক বিজয় (২১৬০)।
- "লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর
- দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস, কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে
- রেশমা উদ্ধারের নাটক কেন সাজানো হয়েছিলো
- সৌদির নতুন নির্দেশনা
- সৌদি প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট (১০ মে ২০২৫)
- নতুন দু:সংবাদ জানালো আবহাওয়া অফিস
- সৌদিতে প্রবাসীসহ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর
- আজ সন্ধ্যার আগেই ঝড় হতে পারে যে ৬ জেলায়
- যা কেউ ভাবেনি, সেটাই করলেন তামিম ইকবাল
- বর্তমানে বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির
- চলছে উপদেষ্টাদের বৈঠক; ওদিকে আ. লীগ নিষিদ্ধে অনড় ফ্যাসিবাদবিরোধীরা
- দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তার দায়ে সৌদি নারীর যে শাস্তি হলো