| ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ম্যাচ জিতিয়ে হলেন ম্যাচ সেরা কৃতিত্বর ভাগ দিলেন অন্যকে!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ জানুয়ারি ২৩ ১০:০৮:০৩
ম্যাচ জিতিয়ে হলেন ম্যাচ সেরা কৃতিত্বর ভাগ দিলেন অন্যকে!

বিকেলের ম্যাচ শেষে চট্টগ্রামের তানজিদ তামিম বলেন, দিনে ইনিংস না থাকলেও রাতে মিরপুর গেটে ইনিংস আছে। কথাটি যতটা সত্য, পরের ম্যাচে এর নজির পাওয়া গেছে। তিন টাইগার ক্রিকেট জায়ান্ট তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের হয়ে ১৮৭ রান করেন। খুলনা সেই ম্যাচ শেষ করেছে দুটি ভালো অবস্থানে স্ট্রাইক দিয়ে।

রানতাড়া করতে নেমে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা এভিন লুইস। যতক্ষণ মাঠে ছিলেন টি-টোয়েন্টে খেলেছেন উপভোগ করে। ২১ বলেই করেছেন ফিফটি। তবে এরপর ফিরে গেলেও খুব একটা সমস্যা হয়নি খুলনার জন্য। ৬৩ রান করে ম্যাচসেরা হওয়া এনামুল হক বিজয়ের মুখেও ছিল লুইস বন্দনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলসে এসে বিজয় বলেন, 'আপনারা তো লুইসের খেলা দেখলেন। আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারিং করেছি। আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে... আগের দিনের মতো ফিল করেছি যে ৭-৮ করে লাগবে (ওভারপ্রতি রান)।

কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে। এমন হাইস্কোরিং রান টুর্নামেন্টকে জমিয়ে রাখবে বিশ্বাস বিজয়ের, 'দেখুন, টুর্নামেন্টে কিন্তু এত রান হয়নি যতগুলো ম্যাচ হয়েছে।

জেতা হোক কিংবা হারা হোক, যাই হোক না কেন ক্লোজ ম্যাচগুলো কিন্তু টুর্নামেন্টের একটা হাইপ ক্রিয়েট করে। আজকের ম্যাচটা টুর্নামেন্টের হাইপ ক্রিয়েট করবে আমি আশা করি। এরকম একটা ম্যাচ হচ্ছে সবাই দেখতে আসবে, ভালো ফিল করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

"ছক্কা মারতে গিয়ে সর্বনাশ! ইমনের আগ্রাসী শটেই ভাঙল বাংলাদেশের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক: শুরুটা ভালোই করছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু আগ্রাসী মনোভাব ধরে রাখতে গিয়েই হলো ...

"বিশ্বসেরা বোলার এখন তাসকিন, রাবাদা-হ্যাজলউডকেও ছাড়িয়েগড়লেন যে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ইনজুরির সঙ্গে যুদ্ধ করেই যেন নিজের ক্যারিয়ার লিখে চলেছেন তাসকিন আহমেদ। একের পর এক ...

ফুটবল

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ—লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো। এক সময় ইউরোপিয়ান ...

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক:নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রথমার্ধেই যা দেখিয়েছে বাংলাদেশ, সেটাই যথেষ্ট ছিল তুর্কমেনিস্তানকে ...



রে