ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে ১০ নম্বার জার্সিতে খেলবেন বাংলাদেশের সাবিনা

বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ২০১৮ সালে ভারতীয় মহিলা লীগে সেথু এফসি-এর হয়ে ১১ নম্বর জার্সি নিয়ে খেলেছিলেন। এই বাংলাদেশি গোল মেশিনটি ৬ বছর পর দ্বিতীয়বার জাতীয় লীগে খেলতে গিয়েছিল। তার বর্তমান ক্লাব কিকস্টার্ট এফসি। এই দলে তিনি খেলবেন ১০ নম্বর শার্ট নিয়ে।
সোমবার দুপুরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে রাত ২টায় গোয়ায় পৌঁছেছেন সাবিনা। দীর্ঘ ভ্রমণের পর বিশ্রাম তেমন হয়নি। আজ (মঙ্গলবার) দলের হালকা অনুশীলন সেশন করেছেন উপমহাদেশের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
বুধবার গোয়ায় কিকস্টার্ট এফসির খেলা আছে সেথু এফসির বিপক্ষে। কেবলই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। পুরোদমে অনুশীলনের সুযোগও হয়নি। তাই এ ম্যাচে প্রথম একাদশে নাও দেখা যেতে পারে সাবিনাকে।
আসলে কেবলইতো এখানে আসলাম। দীর্ঘভ্রমণ ছিল। এখানে এসে পৌঁছতে পৌঁছতে রাত ২টা বেজে গিয়েছিল। অনুশীলনও তো সেভাবে করতে পারিনি। আজ হালকা একটু সেশন করেছি। তাই হয়তো কোচ বদলি হিসেবে খেলাতে পারেন আমাকে। বিষয়টি অবশ্য পুরোটাই কোচের ওপর নির্ভর করছে’-রাতে ভারতের গোয়া থেকে বলছিলেন সাবিনা খাতুন।
ইন্ডিয়ান উইমেন্স লিগে একটি ক্লাব তিনজন বিদেশি নিবন্ধন করতে পারে। তবে খেলতে পারেন দুইজন। সাবিনার ক্লাবের অন্য দুই বিদেশি, নেপালের। দুইজনই মধ্যমাঠের খেলোয়াড়।
চলতি এই লিগে বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলতে যাওয়ার কথা রাইট উইঙ্গার সানজিদা আক্তারের। তার চুক্তি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে।
মঙ্গলবার সানজিদা ভারতের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ভিসা পেলেই তিনি ভারত চলে যাবেন। সানজিদাদের ক্লাবের পরের ম্যাচ ১৮ জানুয়ারি কলকাতায় ওড়িশা এফসির বিপক্ষে।
- কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
- জমির খাজনা না দিলে কত বছর পর জমি খাস হয়ে যাবে
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- কমে গেলো গ্যাস সিলিন্ডারের দাম
- ভারতে মেসির প্রতিটি ম্যাচের সময়সূচি
- ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ; জয়ের জন্য আর মাত্র কয়েকটি রান বাকি
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু
- মরক্কো বনাম অ্যাঙ্গোলা : দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়ে টানটান উত্তেজনা
- Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো
- বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড