সব ফেডারেশন নিয়ে পাপনের ৩ বছরের যে পরিকল্পনা

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন যুব ও ক্রীড়া মন্ত্রী। ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবকের প্রতি আজ (রোববার) সকল ফেডরেশন শুভেচ্ছা জানিয়েছে। প্রথম দিনই নতুন মন্ত্রী তার চিন্তা ও পরিকল্পনা নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন প্রথমে কিছুটা সময় চেয়েছেন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে, ‘আগে পুরো বিষয়টি আমাকে জানতে হবে। কতটুকু আমরা করতে পারব, কতটুকু সামর্থ্য রয়েছে। সেই অনুযায়ী এরপর আগাব।
ক্রিকেট বাদে বাকি সব ফেডারেশনই আর্থিক সমস্যায় জর্জরিত। তাই পাপন আর্থিক সাহায্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, ‘মূলত তাদের আর্থিক সাহায্য প্রয়োজন। অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করব। এজন্য এভাবে (আজকের মতো) নয়, একেক দিন একেক ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসব। জানার চেষ্টা করব তাদের সবকিছু। ফেডারেশনগুলো সাহায্য পাওয়ার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা-সামর্থ্যের বাস্তব প্রমাণ দিতে হবে। পাপন এজন্য তিন বছরের বেশি সময় দিতে চান, ‘৫-১০ বছরের দীর্ঘ সময় আমি অপেক্ষা করতে চাই না। সাহায্য-সহযোগিতা পেলে ২-৩ বছরের মধ্যে কী পরিবর্তন করা সম্ভব, সেটা দেখতে চাই।
৩ বছরের বেশি সময় দিতে চাই না।’ বাংলাদেশে এখন ফেডারেশন–এসোসিয়েশন মিলিয়ে এই সংখ্যা ৫০টিরও বেশি। এর মধ্যে পাপন কিছু ক্রাইটেরিয়া দিতে চান, ‘কিছু ফেডারেশন আছে ভালো করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনা রয়েছে। তাদের এক ধরনের সাহায্য প্রয়োজন। আবার যাদের আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনা নেই তাদেরও সুযোগ দেওয়া হবে। সবাইকে খেলতে দেওয়ার সুযোগ দিতে হবে। কাউকে বাদ দেওয়া হবে না। জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোর নিয়ন্ত্রক সংস্থা। এটি সর্বোচ্চ সংস্থা হলেও অনেক ফেডারেশনকে সেভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। বিশেষ করে ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের চিরাচরিত দূরত্ব গেটমানি ও প্রচারস্বত্ত্বের অর্থ প্রাপ্তি নিয়ে। এই প্রসঙ্গে পাপন বলেন, ‘গেটমানি অর্থ দেওয়া হয়। প্রয়োজনে সেই অর্থ বাড়ানো যেতে পারে। বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদের অর্থ নেয় না, আবার অনেক সময় অনেক ফেডারেশনকেও আর্থিক সহযোগিতা করে।’
জাতীয় ক্রীড়া পরিষদের নতুন চেয়ারম্যান ফেডারেশনগুলোর সমস্যা-সম্ভাবনা জানার চেষ্টা করলেও স্বয়ং এনএসসি’র নানা সমস্যা রয়েছে। সাম্প্রতিক সময়ে অনেক ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনেক ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটি এবং অনেক ফেডারেশনের আবার অ্যাডহক কমিটি দীর্ঘায়িত হচ্ছে। যদিও সুশাসন আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি-না— এমন প্রশ্ন করা হলেও তিনি উত্তর দেননি।
- আলোচিত মেয়ে বাবা কান্ড, শিফার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
- জামায়াতে ইসলামী ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব
- কমলো সয়াবিন তেলের দাম, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- বঙ্গবন্ধুর লালিত দল নিয়ে হুঁশিয়ারি, যুদ্ধ নিয়েও আশঙ্কা: কাদের সিদ্দিকী
- আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১২ মে ২০২৫)
- হঠাৎ ধস নামলো স্বর্ণের দামে, কারণ জানলে চমকে উঠবেন
- আ:লীগের জন্য সবচেয়ে বড় দু:সংবাদ দিলো নির্বাচন কমিশন
- আওয়ামী লীগ নিষিদ্ধের পর যে আতঙ্কে বিএনপি
- জামায়াতকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও
- পরপর ৬ উইকেট তুলে নিলো বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর
- আলোচিত দুই বোন ও ১৫ বছরের ভাগ্নে,কে নিয়ে অবিশ্বাস্য তথ্য দিলো গোয়েন্দা পুলিশ
- আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩১৩৮ টাকা
- চলছে বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,দেখেনিন সর্বশেষ স্কোর
- আফগানিস্তানে যে খেলা নিষিদ্ধ করল তালেবান