নেইমারকে শাস্তি দিতে গিয়ে চাকরি হারানো সেই মানুষটিই এখন ব্রাজিলের কোচ

ইনজুরিতে অনেক দিন ধরেই ফুটবল থেকে দূরে নেইমার জুনিয়ার। ২০২৪ সালের কোপাতেও পাওয়া যাবে না ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। নেইমারকে ছাড়াই শিরোপা জয়ের ছক কষছে সেলেসাওরা। তাই তো দীর্ঘ দিন পর স্থায়ী কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ভিনিসিয়্যুস, রদ্রিগোসদের দায়িত্ব পাচ্ছেন দরিভাল জুনিয়র।
তিনি ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর কোচের দায়িত্ব পালন করছেন। জাতীয় দলে নেইমারের কোচ হয়ে আসার আগেও নেইমারকে কোচিং করিয়েছিলেন দরিভাল। ঘটনাটি ২০১০ সালের। নেইমার তখন সান্তোসে খেলেন, বয়স ১৮। সে সময় আতলেতিকো গুইয়ানিয়েন্সের বিপক্ষে একটি ম্যাচে পেনাল্টি পাওয়ার পর নেইমারকে না দিয়ে অন্য একজন পেনাল্টি নিতে পাঠানো সান্তোসের তখনকার কোচ দরিভাল। এতেই বাধে বিপত্তি। কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন নেইমার। খারাপ ব্যবহার করেন কোচের সঙ্গে।
এমনকি ড্রেসিংরুমে গিয়েও গালাগাল করেন কোচকে। যে আচরণের শাস্তি হিসেবে নেইমারকে পরের ম্যাচে বাদ দেওয়ার পাশাপাশি মাসিক বেতনের এক-তৃতীয়াংশ জরিমানাও করেন সান্তোসের কোচ। কিন্তু এ ঘটনার জন্য বড় শাস্তিটা আসলে কোচ নিজেই পান পরে। ওই ঘটনার পর সান্তোসের বোর্ড সভায় সবাই পক্ষ নেন নেইমারের, এতে চাকরি হারান ক্লাবকে ৯ মাসের মধ্যে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের অন্যতম বড় দুটি ট্রফি ও শতকরা প্রায় ৬৫ ভাগ ম্যাচ জেতানো কোচ।
অবশেষেই দরিভালই আবারও নেইমারদের কোচ হচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ব্রাজিলের সংবাদমাধ্যম দেশটির ফুটবল ফেডারেশনের সূত্র দিয়ে এরই মধ্যে খবরটা নিশ্চিত করে দিয়েছে। দরিভালের পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে। এই ২১ ২১ বছরে ভারপ্রাপ্ত ও স্থায়ী হিসেবে মোট ২০টি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। সাও পাওলো, সান্তোস ছাড়াও ফ্লামেঙ্গো, ফ্লোমিনেন্সের মতো ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন ৬১ বছর বয়সী দরিভাল। মাঝে অসুস্থতার জন্য প্রায় দুই বছর কোচিং থেকে বিরতি নিয়েছিলেন।
- টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড
- কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
- ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- জমির খাজনা না দিলে কত বছর পর জমি খাস হয়ে যাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ
- কমে গেলো গ্যাস সিলিন্ডারের দাম
- হঠাৎ বাড়ল ব্রয়লার মুরগির দাম
- ব্রেকিং নিউজ : দেশের সব ব্যাংকে ছুটি ঘোষণা
- ভারতে মেসির প্রতিটি ম্যাচের সময়সূচি
- মাত্র ২ দিন ছুটি নিলেই মিলবে আগস্টে ৫ দিনের লম্বা ছুটি
- ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ; জয়ের জন্য আর মাত্র কয়েকটি রান বাকি
- শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য জয়-এর: “দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব ”