৩য় দিন শেষে হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের অপেক্ষাটা আরও দীর্ঘ হচ্ছে পাকিস্তানের! নেতৃত্বে বদল এনেও ভাগ্যটা বদলালো না শান মাসুদের দলের। তিন ম্যাচ টেস্ট সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে হেরে গেছে তারা। তবে তৃতীয় টেস্টে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে আশা দেখাচ্ছিলেন তরুণ অলরাউন্ডার আমের জামাল. ব্যাট হাতে তার ক্যারিয়ার সেরা ৮২ রানের ইনিংসে ভর করে বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ তিনশো ছাড়িয়েছিল। পরে বল হাতে বিধ্বংসী এক স্পেলে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৬ উইকেট।
তার এমন আগুনে পারফরম্যান্সের পরও হারের দ্বারপ্রান্তে পাকিস্তান। তৃতীয় দিন শেষে দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের লিড বেড়ে দাঁড়িয়েছে ৮২ রান। উইকেট অবশিষ্ট আছে কেবল ৩টি। পাকিস্তানের ব্যাটিংয়ে শেষ বেলায় ধস নামিয়েছেন জস হ্যাজলউড। এক ওভারে তিনটিসহ ৫ ওভার বল করে স্রেফ ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন অজি এই পেসার। সিডনিতে বৃষ্টিবিঘ্নিত আগের দিন খেলা হয়েছিল মোটে ৪৬ ওভার। তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দু’দলই।
নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে নেওয়া অস্ট্রেলিয়া এক জামালের বোলিং তোপে পরবর্তী ১০ রানের ব্যবধানে হারিয়েছে বাকি উইকেটগুলো। ৬৯ রান খরচায় ৬ উইকেট তুলে নেন আমের জামাল। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটসহ এখন পর্যন্ত চলতি সিরিজে ১৮ উইকেট শিকার করেছেন তিনি। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিন ম্যাচ বা তার কমের অভিষেক সিরিজে ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জামাল। তার কল্যাণে ১৪ রানের লিড নিয়েও ব্যাটারদের ব্যর্থতায় সুযোগ কাজে লাগাতে পারলো না পাকিস্তান।
৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। কোনো রান তোলার আগেই আব্দুল্লাহ শফিককে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন স্টার্ক। অধিনায়ক শান মাসুদও নিজের খেলা প্রথম বলেই কট বিহাইন্ড হয়েছেন। তাকে সাজঘরে পাঠিয়েছেন জস হ্যাজলউড। তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান সাইম আইয়ুব ও বাবর আজম। দুজন মিলে যোগ করেন ৫৭ রান। কিন্তু তাদেরকে বেশিদূর এগোতে দেননি নাথান লায়ন। অজি স্পিনারের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন আইয়ুব। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৫৩ বলে ৩৩ রানে থামে তার ইনিংস। তার বিদায়ের পর ট্রাভিস হেডের শিকার হয়ে সাজঘরে ফেরেন বাবরও। ৫২ বলে ২৩ রান করে কট বিহাউন্ড হন তিনি।
তবে এরপরই বড় ধসটা নামান হ্যাজলউড। ইনিংসের ২৫তম ওভারে এসে তিনি একে একে সাজঘরে ফেরান সাউদ শাকিল (২), সাজিদ খান(০) ও সালমান আলী আঘাকে(০)। পাকিস্তান সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা তৃতীয় দিন শেষে রিজওয়ান ১৮ বলে ৬ ও জামাল ৩ বলে ০ রানে অপরাজিত আছেন। এদিন অস্ট্রেলিয়ার সফলতম বোলার হ্যাজলউড। স্রেফ ৯ রানের বিনিময় ৪ উইকেট তুলে নিয়েছেন। এ ছাড়া স্টার্ক, লায়ন ও ট্রাভিস একটি করে উইকেট পেয়েছেন।
- আলোচিত মেয়ে বাবা কান্ড, শিফার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
- জামায়াতে ইসলামী ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব
- কমলো সয়াবিন তেলের দাম, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- বঙ্গবন্ধুর লালিত দল নিয়ে হুঁশিয়ারি, যুদ্ধ নিয়েও আশঙ্কা: কাদের সিদ্দিকী
- আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১২ মে ২০২৫)
- হঠাৎ ধস নামলো স্বর্ণের দামে, কারণ জানলে চমকে উঠবেন
- আ:লীগের জন্য সবচেয়ে বড় দু:সংবাদ দিলো নির্বাচন কমিশন
- আওয়ামী লীগ নিষিদ্ধের পর যে আতঙ্কে বিএনপি
- জামায়াতকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও
- পরপর ৬ উইকেট তুলে নিলো বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর
- আলোচিত দুই বোন ও ১৫ বছরের ভাগ্নে,কে নিয়ে অবিশ্বাস্য তথ্য দিলো গোয়েন্দা পুলিশ
- আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩১৩৮ টাকা
- চলছে বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,দেখেনিন সর্বশেষ স্কোর
- আফগানিস্তানে যে খেলা নিষিদ্ধ করল তালেবান