১ দিনে ২৩ উইকেট পতনের পর ভারতের পিচ নিয়ে নতুন তথ্য দিলেন রোহিত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচটি ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। কেপটাউনে ১০৭ ওভারে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এই ম্যাচের প্রথম দিনে দুই দলই হারিয়েছে ২৩ উইকেট। যা এখন ক্রিকেট মাঠে সবচেয়ে আলোচিত বিষয়। ম্যাচের পর এই পিচ নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। এ প্রেক্ষাপটে তিনি তার বক্তব্য টেনে আইসিসির সমালোচনা করেন। তিনি আরও বলেছেন যে ভারতের মাঠে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি নিরপেক্ষ রয়েছেন।
কেপটাউনের নিউল্যান্ডসে প্রথম দিনের প্রথম সেশন থেকেই অসম বাউন্স, সুইং ও সিম মুভমেন্ট দেখা গেছে। এমন পিচে পেসারদের মোকাবিলা করা ছিল ব্যাটারদের জন্য বেশ আতঙ্কের। এ নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা দেখেছি এই ম্যাচে কী ঘটেছে। পিচ কেমন আচরণ করেছে। সত্যি বলতে যতক্ষণ পর্যন্ত সবাই ভারত নিয়ে মুখ বন্ধ রাখছে, ভারতের পিচ নিয়ে বেশি কথা বলা বন্ধ রাখছে, এ ধরনের উইকেটে (নিউল্যান্ডসের মতো) খেলতে আমার আপত্তি নেই। এখানে আমরা নিজেদেরই চ্যালেঞ্জ জানাতে এসেছি। হ্যাঁ, এটা বিপজ্জনক ও চ্যালেঞ্জিং। কিন্তু অন্যরা যখন ভারতে যায়, তারাও চ্যালেঞ্জ সঙ্গে করেই নিয়ে যায়।’
পিচ অতিরিক্ত স্লো ও স্পিনস্বর্গ বানিয়ে রাখার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ‘গড়পড়তার নিচে’ বলে রেটিং দিয়েছিল আইসিসি। ওই বিষয়টি টেনে এনে ম্যাচ রেফারিদের কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত, ‘আমরা যেখানেই যাই, নিরপেক্ষতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচ রেফারিরা। কিছু ম্যাচ রেফারির পিচ রেটিং করার সময় চোখ-কান খোলা রাখার দরকার। আমার এখনও বিশ্বাস হয় না, বিশ্বকাপ ফাইনালের উইকেটকে গড়পড়তার নিচে বলা হয়েছে। একজন ব্যাটসম্যান (ট্রাভিস হেড) শতক করেছিল। এই উইকেট কীভাবে বাজে হয়?’
তিনি আরও বলেন, ‘ম্যাচ রেফারি কীভাবে পিচ রেটিং প্রস্তুত করেন, আমি সেটা দেখতে চাই। কারণ মুম্বাই, বেঙ্গালুরু, কেপটাউন, সেঞ্চুরিয়ন, সবই ভিন্ন ভেন্যু। কন্ডিশনও ভিন্ন। আমরা জানি, ভারতে প্রথম দিন থেকে বল স্পিন করে। যেটা ঠিক নয় বলে উল্লেখ করা হয়। কিন্তু বল যদি প্রথম দিন থেকে সিম করে, তাহলে সেটা ঠিক আছে। এটা কিন্তু ঠিক নয়। আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। নয়তো এই পিচগুলোকেও খারাপ বলতে হবে। আন্তরিকভাবেই বলছি, আমি এ ধরনের (কেপটাউন) পিচের পক্ষে। এ ধরনের পিচে খেলে আমরা নিজেদের চ্যালেঞ্জ জানাতে চাই।’
নিজের দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের পিচ দেখার অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে রোহিত বলেন, ‘আপনি যদি চান বল শুধু প্রথম থেকে সিম করবে, কিন্তু টার্ন করতে পারবে না, আমার মতে এটা ভুল। আমি যথেষ্ট পরিমাণের ক্রিকেট দেখেছি। দেখেছি এই ম্যাচ রেফারিরা এবং আইসিসি রেটিংয়ের ক্ষেত্রে কী করে। তারা কীভাবে রেটিং দেবে সেটা নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু যেটাই করেন, সবকিছুতে নিরপেক্ষ থাকুন।’
মাত্র দেড় দিনে শেষ হয়ে টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজ ১-১ সমতা নিয়ে শেষ করেছে রোহিতের দল। এর আগে জোহানেসবার্গে প্রথম টেস্টে তারা ইনিংস ও ৩২ রানে হেরেছিল।
- হোটেল থেকে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: এক লাফে বাড়ল বিশেষ সুবিধা, বাড়তি টাকা পাবেন যারা
- ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল
- আজ এসএসসি পরিক্ষার রেজাল্ট প্রকাশ: দ্রুত অনলাইনে রেজাল্ট দেখার সহজ উপায়
- মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- কাঠগড়ায় দাড়িয়ে যে কান্ড করলেন পলক
- সিরিজ হারলো বাংলাদেশ, অবিশ্বাস্যভাবে যা বললেন কুশল মেন্ডিস
- ম্যাচ হেরে সব দোষ যার গায় চাপালেন অধিনায়ক মিরাজ
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- ভয়াবহ বন্যার আশঙ্কায় দেশের যে দুই জেলা
- প্রতিদিন ৭টি কিশমিশ খান, আর ম্যাজিক দেখুন
- টি-20,তে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ,দেখেনিন ২ দলের একাদশ ও ম্যাচ শুরুর সময়সূচি
- আজকের ওমানি রিয়ালের রেট জানলে চমকে উঠবেন, টাকার বিপরীতে রেকর্ড দর