হোটেলের বিল না মিটিয়ে উধাও ক্লাব কর্তৃপক্ষ

অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত আইএসএল ক্লাব হায়দরাবাদ এফসি। তারাও গত বছর থেকে আর্থিক সমস্যায় ভুগছে। ফলে খেলোয়াড় কেনা-বেচায় অনেক ঝুঁকি নিতে হয় তাদের। বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে বাধ্য হয় হায়দরাবাদ। এবার এ অবস্থায় তাদের বিপদ আরও বেড়েছে। জামশেদপুরের হোটেল রামাদা টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। হায়দরাবাদ এফসি-র পাশাপাশি এই তালিকায় রয়েছেন অভিনেতা রানা দাগ্গুবাতিও।
কী অভিযোগ?
হোটেল রামাদার ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষ্টুপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত হায়দরাবাদ এফসি ফুটবল দল রামাদা হোটেলের ২৩টা ঘর ভাড়া করেছিল। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্য়াচের জন্য তারা হোটেল ভাড়া নিয়েছিল। এরজন্য তারা অ্যাডভান্স ১ লাখ টাকা দেয়। তবে ৬ অক্টোবর সকালে পুরো দল হোটেল ছেড়ে দেয়। কিন্তু তারা বিল না দিয়েই হোটেল ছাড়ে।
এরপর হোটেলের পক্ষ থেকে হায়দরাবাদ এফসির কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ফোন ও ইমেল চলতে থাকে। তবে কোনও উত্তর মেলেনি। এরপরই হোটেলের পক্ষ থেকে পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা দলের কর্ণধার, ম্যআনেজার ও বাকিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
কী সম্পর্ক রানা ডগ্গুবতীর?
দক্ষিণী সুপারস্টার রানা হায়দরাবাদের এই ফুটবলের দলের সহ কর্ণধার। এছাড়াও রয়েছেন বিজয় মাধুরি, বরুণ ত্রিপুরানেনি, নীতিন মোহন, অ্যান্টোনি থমাস, সুরেশ গোপাল কৃষ্ণ, রঙ্গনাথ রেড্ডি ও টিকে বালাজি। ফলে সবার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে।
বিপাকে হায়দরাবাদ এফসি
এই অভিযোগ থেকে বোঝা যাচ্ছে যে ক্লাবের আর্থিক অবস্থা কতটা খারাপ। এক বছরের মধ্যে হায়দরাবাদ এফসি দ্বিতীয়বার ট্রান্সফার ব্যানের কবলে পড়েছে। প্রাক্তন প্লেয়ার নেস্টর গর্ডিলো ও বার্থোলোমিউ ওগবেচের বেতন দিতে না পারায় ক্লাবের ট্রান্সফার ব্যানড করা হয়।
অফ ফিল্ডে চ্যালেঞ্জের পাশাপাশি মাঠের মধ্যে ক্লাবের ছন্দ ভালো নেই। বর্তমানে তারা পয়েন্ট তালিকায় শেষের দিকে রয়েছে। মাত্র দুটো ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। ট্রান্সফার ব্যানের জন্য তারা নতুন প্লেয়ারকে সইও করাতে পারছে না, যারফলে তাদের সমস্যা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে চলতে থাকলে দিল্লি ডায়নামোসের মতো হাল হতে পারে তাদের। এই পরিস্থিতি থেকে বাঁচতে অনেক প্লেয়ারকে বেশি দামে ছেড়ে দিয়ে সস্তায় প্লেয়ার নিতে পারে তারা।
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ও ছুটি ঘোষণা করলো সৌদি-আরব আমিরাত
- দেশের বাজারে কমলো ডিজেল ও পেট্রল তেলের দাম
- বাংলাদেশের জয়ের দিনের সিরিজ সেরা ও ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
- নুসরাত-অপু-নিপুণ-জায়েদ—হত্যাচেষ্টা মামলায় যুক্ত ১৭ শোবিজ তারকা
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩০ এপ্রিল ২০২৫)
- ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন ড. ইউনুস
- এবার বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর
- চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে
- ৮ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- মিরাজের ব্যাটে জ্বলছে টাইগাররা, লিড ১২৬
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- দেশের সকল নাগরিকদের জন্য বড় সুখবর
- দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- আজকের সৌদি রিয়াল রেট (১ মে ২০২৫)