৮০ লাখ থেকে কমে রিঙ্কুর বেতন এখন ৫৫ লাখ KKR-এ কি অবিচারের শিকার সুপারস্টার

উমেশ যাদব, ইয়াশ দয়ালদের আইপিএল বেতন ৫ কোটির বেশি, রিঙ্কু কিন্তু কোটির গন্ডি টপকাতে পারেননি। নিলাম চলাকালীন-ই টুইট করেছিলেন মিচেল ম্যাকক্লেনাঘান। কিউই তারকা নিউজিল্যান্ডে বসেই নিলামের আপডেট পেয়ে টুইট করেন, নিলামের চাল চরিত্র বোঝা বেজায় দুষ্কর।
বলবেন না-ই বা কেন! কেরিয়ারের উপান্তে পৌঁছে যাওয়া মিচেল স্টার্ক কিংবা প্যাট কামিন্স যে ২০ কোটির গন্ডি ছাপিয়ে রেকর্ড করে যাবেন কেউ ভেবেছিল! কিংবা অখ্যাত রবিন মিঞ্জ, কুমার কুশাগ্র, সমীর রিজভিরা কোটি কোটি টাকা পেয়ে যাবেন রাতারাতি। বুড়ো হয়ে যাওয়া উমেশ যাদব-ও দাম পেলেন ৫.৮০ কোটি। এমনকি কেকেআরের রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা হজম করে বসা ইয়াশ দয়াল-ও নিলাম থেকে ৫ কোটি দর পেয়ে চলে গিয়েছেন আরসিবিতে।
কিন্তু কিছুটা কি অন্যায়ের শিকার হলেন না রিঙ্কু সিং! অখ্যাত, অনামি কিংবা ফুরিয়ে যাওয়া তারকারা যেখানে টাকার স্রোতে ভেসেছেন মঙ্গলবার দুবাইয়ের কোকাকোলা এরেনায়, সেখানে বিশ্বক্রিকেটের যাঁকে এই মুহূর্তে টি২০-র সবথেকে উত্তেজক প্রতিভা ভাবা হচ্ছে, তাঁর আইপিএল বেতন কিনা মাত্র ৫৫ লক্ষ! অবাক হলেও এটাই রিঙ্কু সিংয়ের আসল বেতন। কেকেআরের হয়ে স্বপ্নের ছন্দে খেলছেন টানা দুই মরশুম।
ধারাবাহিকভাবে কেকেআরের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করছেন। কঠিন পরিস্থিতি থেকে একাধিকবার কেকেআরকে ম্যাচ জিতিয়ে চলেছেন রিঙ্কু সিং। এমনকি পারফরম্যান্সের বিচারে আন্দ্রে রাসেলের মত টি২০ দৈত্যকেও নিষ্প্রভ মনে হচ্ছে রিঙ্কুর ব্যাটের কাছে, সেই তারকার প্রতিই কি অবিচার করছে না কেকেআর? নিলামের পরেই উঠে গিয়েছে প্রশ্ন।
আইপিএল ছাপিয়ে রিঙ্কু আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন জাতীয় দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠ হোক, বা দক্ষিণ আফ্রিকায় গিয়ে ব্যাটিং বিক্রম দেখানো- রিঙ্কুর ব্যাট থামানো যাচ্ছে না। ওয়ান্ডার্সে গিয়ে মিডিয়া বক্সের কাঁচ ভেঙে দিয়েছেন বিশালাকায় ছক্কায়। সেই রিঙ্কুর বেতন-ই কিনা মাত্র ৫৫ লক্ষ। কীভাবে? বুঝিয়ে দেওয়া যাক। ২০১৭ থেকেই আইপিএলে খেলছেন উত্তরপ্রদেশের তারকা।
সেই বছর নিলামে পাঞ্জাব কিংস মাত্র ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল। ২০১৮-য় কেকেআর রিঙ্কুকে সই করে ৮০ লক্ষ টাকায়।২০২২-এ মেগা নিলামের আগে রিঙ্কুকে কেকেআর রিলিজ করে পুনরায় নিলাম থেকে কেনে কম দামে- ৫৫ লক্ষয়। অর্থাৎ মেগা নিলামের পর রিঙ্কুর আইপিএল বেতন কমেছে ২৫ লক্ষ টাকা।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ