অবাক ফুটবল বিশ্ব, এক ম্যাচেই ৭ লাল কার্ড ২২ ফাউল

৫ লাল কার্ড ও ৮ হলুদ কার্ডের এক ভূতুড়ে ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। এ ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে পুরোটা সময় আলোচনায় ছিলেন রেফারি। বুধবার (২০ ডিসেম্বর) এ ঘটনাটি ঘটে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। বুধবার (২০ ডিসেম্বর) মুম্বাই ফুটবল অ্যারেনায় ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসি ও মোহনবাগানের মধ্যে। যেখানে মোহনবাগানকে ২-১ ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে মুম্বাই সিটি। এতে করে এবারের আইএসএলে প্রথম হার দেখতে হয়েছে জুয়ান ফেরান্দোর দলকে। পুরো ম্যাচে দু’দলের ফাউল কাউন্ট করা হয় ২২টি।
যার ১৩টিই করেছে মোহনবাগান। ম্যাচের ১৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় মুম্বাই সিটি এফসি। মোহনবাগানের মনবীর সিংহকে ফাউল করায় লাল কার্ড দেখেন আকাশ মিশ্র। ১৯ মিনিটের সময় ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান। দলের হয়ে গোল করেন জেসন কামিনস। বিরতির আগে ম্যাচে সমতা ফেরায় মুম্বাই সিটি। ম্যাচের ৪৪তম মিনিটে গ্রেগ স্টুয়ার্ট গোল করেন। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় মুম্বাই-মোহনবাগান।
বিরতি থেকে ফিরে ৪ মিনিটের ব্যবধানে ৯ জনের দলে পরিণত হয় মোহনবাগান। ৫৪ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন আশিস রাই আর ৫৭তম মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখেন লিস্টন কোলাকো। ম্যাচের ৭৩ মিনিটের সময় ম্যাচে এগিয়ে যায় মুম্বাই সিটি। দলের হয়ে গোল করেন বিপিন সিং। ম্যাচের ৮৮ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন গ্রেগ স্টুয়ার্ট। নির্ধারিত সময় পর যোগ করা সময়ে রেফারি একসঙ্গে তিনটি লাল কার্ড দেখান। এর মধ্যে মোহনবাগানের একজন ও মুম্বাই সিটির দু’জন লাল কার্ড দেখেন
। মুম্বাই সিটির বিক্রম প্রতাপ সিং ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখেন। মোহনবাগানের হেক্টর ইস্টে ও মুম্বাই সিটির রাহুল ভিকি সরাসরি লাল কার্ড দেখেন। এমন হারে ৮ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকল মোহনবাগান। আর ৯ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার অবস্থান মুম্বাই সিটির। ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে গোয়া। দুই ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে কেরালা ব্লাস্টার।
- কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
- জমির খাজনা না দিলে কত বছর পর জমি খাস হয়ে যাবে
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- কমে গেলো গ্যাস সিলিন্ডারের দাম
- ভারতে মেসির প্রতিটি ম্যাচের সময়সূচি
- ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ; জয়ের জন্য আর মাত্র কয়েকটি রান বাকি
- PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু
- মরক্কো বনাম অ্যাঙ্গোলা : দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়ে টানটান উত্তেজনা
- Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো
- বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড