সৌম্যের রেকর্ডময় ইনিংসের পরে যে তথ্য দিল বিসিবি

নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টানা দুই হারের পরও সৌম্য সরকারের রেকর্ড ইনিংস কিছুটা স্বস্তি দিচ্ছে টাইগারদের। নেলসনের ১৬৯ রান থেকে এই বাঁ-হাতি হিটার মোট ৩০০ ছুঁই ছুঁই। তবে, ব্যাটিং-সহায়ক উইকেটে জয়ের জন্য এটি যথেষ্ট ছিল না, যা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ৭ উইকেটের জয়ে দেখিয়েছিল। তবে সৌম্যর প্রশংসা করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স সভাপতি জালাল ইউনুস। তাকে দলে আনার কথা বললেন।
মিরপুরে আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস বলেন, ‘অনেকদিন পর সৌম্যের একটা ইনিংস দেখলাম, তাও আবার বড় ইনিংস খেলেছে। ১৫০+ রান মোটেও সহজ না ওই উইকেটে। কোচ যখন তাকে দলের মধ্যে চেয়েছে আমরাও তাকে সাপোর্ট দিয়েছি।’
ব্যাটিংয়ে ধারাবাহিক সৌম্যকে পাওয়াটা শক্তির বলে উল্লেখ করেন এই বিসিবি কর্মকর্তা, ‘কোচের নিশ্চয়ই কোনো প্লান আছে, সে মনে করেছে এই ধরনের উইকেটে— বিশেষ করে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের এরকম সিমিং উইকেটে সৌম্যকে সবচেয়ে ফিট খেলোয়াড় মনে হয়েছে তার ওই জায়গাটায়। এজন্য তাকে কন্টিনিউ করাচ্ছিল। সৌম্য যদি আবার ক্যামব্যাক করে তো আমি বলব এটা আমরা একটা শক্তি পেলাম।’
এদিকে ম্যাচ শেষে সৌম্যের এমন ইনিংস নিয়ে কিউই ব্যাটার হেনরি নিকোলস বলেন, ‘ফ্যান্টাস্টিক ইনিংস, সৌম্যর ইনিংসটা দারুণ। আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে সে। তার ১৬৯ রানে ভর করেই বাংলাদেশ ২৯০ রান করেছে, এটাই পুরো গল্প বলে দিচ্ছে। দুর্দান্ত ইনিংস। সে একজন কোয়ালিটি ক্রিকেটার, আজ সে এটা প্রমাণ করেছে।’
একইসঙ্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দু’দলই দারুণ লড়েছে বলে মত এই কিউই ব্যাটসম্যানের, ‘চার উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকের সাঙ্গে দারুণ একটা পার্টনারশিপ গড়ে (সৌম্য)। এই পার্টনারশিপ তাদের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে যে শুধুমাত্র পুরো ইনিংস জুড়ে ব্যাট করেছে এমটাই নয়, একই সঙ্গে রানও বের করেছে। যেভাবে সে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে, সেটা দারুণ, অসাধারণ ইনিংস। এটা মোটেও এক পাক্ষিক লড়াই ছিল না, দারুণ লড়াই হয়েছে।’
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফজলুর রহমানকে যে শাস্তি দিলো বিএনপি
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা
- শাহজালাল বিমানবন্দরে বড় ধরা! ১৩০ কোটি টাকার মাল আটক