| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

২০২৪ কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ ডিসেম্বর ২০ ১৩:০০:২৭
২০২৪ কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার

কোনো চেষ্টাই নিয়তিকে আটকাতে পারেনি। ব্রাজিলের প্রতীক নেইমার জুনিয়র ২০২৪ সালের পরবর্তী কোপা আমেরিকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। কয়েকদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি নিজেই বলেছিলেন যে তাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। তবে ভিডিওটির ক্যাপশনে লেখা কথায় আশ্বস্ত হয়েছেন অনেকেই।

তবে শেষ পর্যন্ত হয়তো কোপা আমেরিকা মিস করবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এটা আর খবর নয়। ব্রাজিল জাতীয় দলের একই চিকিৎসক লাসমার এ খবর জানিয়েছেন। এবং ফ্যাব্রিজিও রোমানো, একটি নির্ভরযোগ্য ফুটবল উত্স, সামাজিক মিডিয়াতে এটি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের জুন-জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার ৪৮তম আসর। আর সেসময় পুনর্বাসন প্রক্রিয়ার একেবারেই শেষদিকে থাকবেন নেইমার। তবে সেটা মাঠে ফেরার জন্য উপযুক্ত না। নেইমারের পুনর্বাসন প্রসঙ্গে ব্রাজিলের চিকিৎসক জানালেন, ‘সময় পাওয়া যাবে না। খুবই কাছাকাছি সময় হয়ে এসেছে (কোপা আমেরিকা)।

নেইমার কবে মাঠে ফিরবেন সেই আভাসও দিয়ে রেখেছেন এই চিকিৎসক, ‘পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধাপ বাদ দেওয়ার অর্থ হয় না। আমাদের লক্ষ্য, সে ২০২৪ সালের ইউরোপিয়ান মৌসুম শুরুর আগে মাঠে ফেরার জন্য প্রস্তুত হবে। যেটা আগস্ট মাসে পড়ছে।

ক্যারিয়ারের প্রায় পুরো সময় ইনজুরিতে কাটানোর কারণে ব্রাজিলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এরইমাঝে মিস করেছেন নেইমার জুনিয়র। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক এখন পর্যন্ত তার বড় প্রাপ্তি। ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জিতলেও ইনজুরির কারণে সেই স্কোয়াডে ছিলেন না নেইমার।

এর আগে নিজের ফেসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ব্রাজিলের এই পোস্টারবয়। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কষ্ট ছাড়া আরোগ্য হয় না, পড়ে না গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে বীরত্ব নেই। আর কষ্ট ছাড়া জয় আসে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।

ভিডিওতে নেইমারকে দেখা যায় ফিজিওর সাহায্যে হাঁটু ভাঁজ করার চেষ্টা চালাতে। বোঝাই যাচ্ছিল, এখন পর্যন্ত নিজের পা নাড়াতেই পারছেন না তিনি। এমনকি ফিজিওর সাহায্য নিলেও তার মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। আবার দীর্ঘদিনের বিরতির কারণে শরীরটাও আগের মত নেই। অনেকটাই মুটিয়ে গিয়েছেন তিনি।

বোঝাই যাচ্ছিল, পা সম্পূর্ণ সুস্থ হলে নেইমারকে নামতে হবে ফিটনেস ঠিক করতে। আর সেটা যে ২০২৪ সালের কোপা আমেরিকার আগে হচ্ছে না, সেটাও এখন নিশ্চিত।

ক্রিকেট

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ; জয়ের জন্য আর মাত্র কয়েকটি রান বাকি

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ; জয়ের জন্য আর মাত্র কয়েকটি রান বাকি

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের ওভালে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের একেবারে ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সিরি-এ ফুটবলে ঘরের মাঠ মারাকানায় ১৮তম রাউন্ডে গ্রেমিওকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্সে। ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button